নয়াদিল্লি : সন্তানের উপর কি শুধুই মায়ের অধিকার থাকে? বাবার কি সন্তানের উপর কোনও অধিকার নেই? রয়েছে। সম্প্রতি দিল্লি আদালত এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। ২০২০ সালের অগস্টে শেষ বার ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ছেলে জোরাবর ভারতে এসেছিল। তারপর থেকে সে রয়েছে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ার। এদিকে শিখর ও তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ফলে পারিবারিক একটি অনুষ্ঠানে ছেলে যেন ভারতে আসে সেই আবেদন করে আদালতের দারস্থ হয়েছিলেন শিখর ধাওয়ান। তাঁর স্ত্রী আয়েশা ছেলেকে ভারতে নিয়ে যেতে এবং শিখরের পরিবারের সঙ্গে সময় কাটাতে দিতে চান না। তাই তিনি জানান ওই পারিবারিক অনুষ্ঠানে জোরাবর আসতে পারবে না। সরাসরি ছেলেকে পাঠাতে চান না, সেটা না জানিয়ে আয়েশা জানান, ১৭ জুন অনুষ্ঠানটির জন্য দিনক্ষণ ধার্য করা হয়েছে। আর ওই সময় জোরাবর স্কুলে ছুটি পাবে না। এ বার দিল্লির এক পারিবারিক আদালত এই মর্মে নির্দেশ দিয়েছে, যে সন্তান শুধু মাত্র মায়ের অধিকার নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আয়েশা যেহেতু জানান, ১৭ জুন জোরাবর স্কুলে ছুটি পাবে না তাই শিখর ধাওয়ান তাঁর পারিবারিক অনুষ্ঠানটির তারিখ বদলে করেন ১ জুন। কিন্তু তাতেও আয়েশা ছেলেকে ভারতে পাঠাতে চাইছেন না। তাঁর বেঁকে বসার কারণ, সকলের সঙ্গে কথা না বলে ওই পারিবারিক অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে। দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের বিচারপতি হরিশ কুমার বলেন, ‘সন্তানের উপর কখনওই মায়ের একার অধিকার থাকে না। বাবা হিসেবে যখন শিখর ধাওয়ান খারাপ নন, তা হলে কেন তাঁর সঙ্গে সন্তানকে দেখা করতে দেওয়া হচ্ছে না?’
শিখর ধাওয়ান তাঁর সন্তানের স্থায়ী দায়িত্ব চাইছেন না। কয়েকদিনের জন্য তিনি তাঁকে ভারতে আনতে চাইছেন। তাতে আয়েশার আপত্তি গ্রহণযোগ্য নয়। আদালতের পর্যবেক্ষন, যদি ধাওয়ানের পারিবারিক অনুষ্ঠানে বেশি কেউ নাও আসতে পারেন, তবু শিখরকে ও তাঁর পরিবারকে তাঁর সন্তানকে দেখা থেকে বঞ্চিত করা চলবে না। প্রসঙ্গত, শিখর ধাওয়ানের ছেলের ভারতে আসার খরচ তাঁকেই বহন করতে হবে। আর যাতে ধাওয়ানের কোনওরকম আপত্তি নেই। এ বার দেখার কোর্টের নির্দেশের পর আয়েশা কী করেন।