MS Dhoni: আইপিএলের ঠিক আগে ‘অন্য ভূমিকায়’ অবতীর্ণ ধোনি, দেখেছেন ভিডিয়ো?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 06, 2024 | 3:16 PM

CSK, IPL 2024: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। চেন্নাইয়ে পা রেখেছেন ধোনি। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন জোর কদমে। গত বারের চ্যাম্পিয়ন সিএসকে-কে এ বারও সেরার খেতাব দিতে চান। হাঁটুতে অস্ত্রোপচারের পর ধোনি যে ফিট, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বরাবরের চেনা ভূমিকা অর্থাৎ উইকেটের পিছনে দাঁড়িয়ে টিম চালাবেন মাহি।

MS Dhoni: আইপিএলের ঠিক আগে অন্য ভূমিকায় অবতীর্ণ ধোনি, দেখেছেন ভিডিয়ো?
আইপিএলের ঠিক আগে 'অন্য ভূমিকায়' অবতীর্ণ ধোনি, দেখেছেন ভিডিয়ো?

Follow Us

কলকাতা: দিন কয়েক আগেই ফেসবুক পোস্ট রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। ‘নতুন মরসুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছি। সঙ্গে থাকুন!’ এমন পোস্টের পর তাঁর ভক্তকুল ভাবতে শুরু করেছিলেন, এ বারের আইপিএলে কি দেখা যাবে না? অবসর নিতে চলেছেন? চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দেখা যাবে? এমন নানা অঙ্ক যখন ভেসে বেড়াচ্ছিল, তখন মহেন্দ্র সিং ধোনির ‘নতুন ভূমিকা’ সামনে এল। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন নিজের আইপিএল কেরিয়ার নিয়ে কোনও জল্পনা তৈরির জন্য ওই পোস্ট করেননি। তা আসলে ছিল বিজ্ঞাপনী প্রচার। জিও সিনেমা সদ্য একটি ভিডিয়ো পোস্ট করেছে। তাতে ধোনিকে (MS Dhoni) দেখা যাচ্ছে ‘নতুন ভূমিকায়’!

আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। চেন্নাইয়ে পা রেখেছেন ধোনি। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন জোর কদমে। গত বারের চ্যাম্পিয়ন সিএসকে-কে এ বারও সেরার খেতাব দিতে চান। হাঁটুতে অস্ত্রোপচারের পর ধোনি যে ফিট, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বরাবরের চেনা ভূমিকা অর্থাৎ উইকেটের পিছনে দাঁড়িয়ে টিম চালাবেন মাহি। আইপিএলের আগে জিও সিনেমার নতুন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অন্য ধোনিকে। দাদু ও নাতির গল্প নিয়ে এসেছেন তিনি। দু’জনেই পছন্দ করেন আইপিএল। নিজের নিজের মোবাইলে ম্যাচ দেখছেন নাকি ধোনি ও দাদু ধোনি। হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন দাদু। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওনা দেন নাতি। অ্যাম্বুলেন্সে শুয়েও মোবাইলে ম্যাচ দেখছিলেন দাদু। ছয় মেরে ম্যাচ জেতায় টিম। সেটা নাতি ধোনি বলতেই, উঠে বসেন দাদু। এবং তিনি বলেন, ‘গ্যাস হয়ে গিয়েছিল।’ জিও সিনেমা ওই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে ঘোষণা করেছে, ‘সব ইহাঁ অঔর কাহাঁ!’

বিজ্ঞাপন নতুন নয় ধোনির কাছে। কিন্তু ডাবল রোলে এর আগে তাঁকে দেখা যায়নি। দাদু ও নাতির ভূমিকায় বেশ মানিয়েছে ধোনিকে। ইউটিউবে ওই ভিডিয়ো পোস্ট করতেই কার্যত ভাইরাল। ভারতীয় ক্রিকেটে প্রায় সবাই ধোনির ভক্ত। তাঁরাই ধোনির ওই বিশেষ বিজ্ঞাপন নিয়ে কাড়াকাড়ি করছেন তাঁর ভক্তরা। এই বিজ্ঞাপনই শুধু নয়, জসপ্রীত বুমরা ও কপিল দেবের সঙ্গেও একটি ভিডিয়ো শিগগিরই বাজারে আনতে চলেছে জিও সিনেমা। ধোনির ফেসবুক পোস্টের পর যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই ভিডিয়ো দেখে তা খানিকটা হলেও কমে গিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাঁর ভক্তরা বলছেন, যাক, মাহি আছে। না হলে এ বারের আইপিএলটা জলো হয়ে যেত!

Next Article