কলকাতা: স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটো ডাবল সেঞ্চুরি সহ ৬০০র বেশি রান করে ফেলেছেন বাঁ হাতি ওপেনার। ভারতীয় ক্রিকেট যে সুরক্ষিত হাতে, তা প্রমাণ করে চলেছেন ২২ বছরের তারকা। এতেই শেষ নয়, এই যশস্বীর হাত ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-১ সিরিজে এগিয়ে রোহিত শর্মার ভারত। ধরমশালায় শেষ টেস্টে নামার আগে এই যশস্বীই দিলেন আরও বড় লাফ। বহু তারকাকে পিছনে ফেলে অভিনব কাণ্ড ঘটিয়ে ফেললেন যশস্বী।
আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ের সেরা ১০এ ঢুকে পড়েছেন যশস্বী। আগের প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ১২তে ছিলেন তিনি। সেখান থেকে সরাসরি ১০এ চলে এলেন। ৭২৭ পয়েন্ট পেয়েছেন তিনি। ৭২০ পয়েন্ট নিয়ে তাঁর ঠিক পিছনেই রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না। তাও এক ধাপ উঠেছেন বিরাট কোহলি। আটে রয়েছেন তিনি। ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে তিনে ফেলে দুইয়ে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট।
বোলারদের টেস্ট ব়্যাঙ্কিয়ে কিন্তু ভারতীয়দের জয়জয়কার। এক নম্বরেই অটুট রয়েছেন জসপ্রীত বুমরা। দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন। একধাপ নেমে সাতে রয়েছেন রবীন্দ্র জাডেজা। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে জাডেজা, দুইয়ে অশ্বিন। তিনে রয়েছেন অক্ষর প্য়াটেল। নতুন ব়্যাঙ্কিং ধরমশালা টেস্টে নামার আগে ভারতীয় টিমকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।