MS Dhoni: ইন্সটাগ্রামে ধোনির ফলোয়ার ৪০.৭ মিলিয়ন, আর তিনি ফলো করেন মাত্র ৪ জনকে; তাঁরা কারা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 04, 2023 | 9:30 AM

কালে ভদ্রে সোশ্যাল মিডিয়ায় ধোনিকে কোনও ছবি কিংবা ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় নন ঠিকই। কিন্তু ইন্সটাগ্রামে (Instagram) তাঁর অনুরাগীর সংখ্যাটা ৪০.৭ মিলিয়ন। সেই মাহি ইন্সটায় ফলো করেন মাত্র ৪ জনকে। সেই ৪ জন কারা?

MS Dhoni: ইন্সটাগ্রামে ধোনির ফলোয়ার ৪০.৭ মিলিয়ন, আর তিনি ফলো করেন মাত্র ৪ জনকে; তাঁরা কারা?
MS Dhoni: ইন্সটাগ্রামে ধোনির ফলোয়ার ৪০.৭ মিলিয়ন, আর তিনি ফলো করেন মাত্র ৪ জনকে; তাঁরা কারা?

Follow Us

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সব সময়ই লাইমলাইটে থাকেন। আইপিএলের মরসুম আসলে তো কথাই নেই। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ধোনি। তারপর থেকে তিনি শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই খেলেন। যে কারণে, আইপিএলের মরসুম এলেই মাহিকে নিয়ে আলাদা উন্মাদনা, উত্তেজনা শুরু হয়ে যায় ধোনি ভক্তদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন মহেন্দ্র সিং ধোনি। কালে ভদ্রে সোশ্যাল মিডিয়ায় ধোনিকে কোনও ছবি কিংবা ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় নন ঠিকই। কিন্তু ইন্সটাগ্রামে (Instagram) তাঁর অনুরাগীর সংখ্যাটা ৪০.৭ মিলিয়ন। সেই মাহি ইন্সটায় ফলো করেন মাত্র ৪ জনকে। সেই ৪ জন কারা জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনি নিজে সক্রিয় না হলেও, তাঁর প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যায় তাঁর একাধিক ফ্যান পেজে। একটা সময় ইন্সটাগ্রামে নিয়মিত ছবি-ভিডিয়ো শেয়ার করতেন ধোনি। ২০১৪ সালের ৪ জুন মাহি প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত ধোনি মোট ১০৮ টি পোস্ট শেয়ার করেছেন।

২০২১ সালের ৮ জানুয়ারি নিজের ফার্ম হাউসের স্ট্রবেরি চাষের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ধোনি। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শেষ ইন্সটাগ্রাম পোস্ট করেছেন ধোনি। তাঁর ইন্সটাগ্রামে দেখা যায় তিনি চারটি প্রোফাইল ফলো করেন। তার মধ্যে রয়েছে ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনির অ্যাকাউন্ট।

স্ত্রী সাক্ষীর পাশাপাশি ধোনি তাঁর ৮ বছরের মেয়ে জিভা সিং ধোনিকেও ইন্সটাগ্রামে ফলো করেন। জিভা নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল পরিচালনা করে না। সাক্ষী ও ধোনিই তাঁদের মেয়ের ইন্সটা প্রোফাইল চালান।


ধোনি ইন্সটাগ্রামে যে চার প্রোফাইল ফলো করেন তার মধ্যে একটি হল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের।

এ ছাড়া ধোনি আর একটি যে প্রোফাইল ফলো করেন সেটি কোনও ব্যক্তির নয়। রাঁচিতে তাঁর ফার্মের একটি প্রোফাইল, যার নাম ইজা ফার্মস সেটিকে ফলো করেন।

Next Article