MS Dhoni: হাঁটুর চোট সেরেছে, আগামী বছরও আইপিএল খেলবেন ধোনি

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2023 | 1:48 PM

IPL 2024: বেঙ্গালুরুতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি বলেছেন, তাঁর হাঁটুর অস্ত্রোপচার সফল। রিহ্যাবও করাচ্ছেন। ধীরে ধীরে চোট থেকে বেরিয়ে আসছেন তিনি। আপাতত কোনও জটিলতা নেই তাঁর। চিকিৎসক, ফিজিওরা ধোনিকে বলেছেন, নভেম্বর নাগাদ তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

MS Dhoni: হাঁটুর চোট সেরেছে, আগামী বছরও আইপিএল খেলবেন ধোনি
হাঁটুর চোট সেরেছে, আগামী বছরও আইপিএল খেলবেন ধোনি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: হাঁটুর চোট থাকা সত্ত্বেও গত মরসুমে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করেছেন চেন্নাই সুপার কিংসকে। প্রতি ম্যাচে তাঁকে দেখার জন্য ঝাঁপিয়ে পড়তেন ক্রিকেট ভক্তরা। মনে করা হচ্ছিল, গত মরসুমেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। আইপিএলের পরই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। রিহ্যাব করছেন এখন। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আগামী মরসুমেও আইপিএল খেলবেন। মাহি-ম্যাজিক ক্রিকেটে অক্ষুণ্ণ থাকুক, মনে প্রাণে চান ক্রিকেট দুনিয়া। ধোনির ক্রিকেট মন্ত্র, দর্শন সব প্রজন্মকে ছুঁয়ে যায়। চল্লিশ পার করলেও ধোনি আরও একটা বছর সিএসকের নেতা হিসেবেই খেলবেন। TV9Bangla Sportsএ বিস্তারিত।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি বলেছেন, তাঁর হাঁটুর অস্ত্রোপচার সফল। রিহ্যাবও করাচ্ছেন। ধীরে ধীরে চোট থেকে বেরিয়ে আসছেন তিনি। আপাতত কোনও জটিলতা নেই তাঁর। চিকিৎসক, ফিজিওরা ধোনিকে বলেছেন, নভেম্বর নাগাদ তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। আগামী বছর মার্চের শেষ দিকে শুরু হবে আইপিএল। সে সময় পুরো ফিট হয়েই খেলতে পারবেন। কিপিং করতেও সমস্যা হবে না। যে ফিটনেস তিনি চান, তা এখন অর্জন করার চেষ্টা করছেন ধোনি। তাঁর কথায়, ‘অস্ত্রোপচারের পর হাঁটু অনেক ভালো। ডাক্তাররা বলেছেন, নভেম্বরের মধ্য়ে অনেকটাই ভালো হয়ে উঠব। তবে এখন আমার রোজকার রুটিনে কোনও সমস্যা হচ্ছে না।’

ওই অনুষ্ঠানে একজন ধোনিকে জিজ্ঞেস করেছেন, ক্রিকেট থেকে তো তিনি অবসর নিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে শুধরে দিয়ে আর একজন বলেন, না-না ধোনি এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শুধু। আইপিএলে এখনও খেলছেন। ধোনি তাতে সম্মতি দিয়েছেন। তাতেই সকলের মনে হয়েছে, ধোনি আরও একটা বছর আইপিএল খেলতে চান। ২০২২ সালে চেন্নাই কার্যত কিছু করতে পারেনি আইপিএলে। সেখান থেকে ধোনি টিমকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। চ্যাম্পিয়নও করেছেন। গত বার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। সব মিলিয়ে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। যা মুম্বইয়ের সমান।

প্রচুর সাফল্য পাওয়া সত্ত্বেও একই রকম রয়ে গিয়েছেন ধোনি। যে কারণে ভক্তরা পছন্দ করেন তাঁকে। মাহি বলেছেন, ‘কেরিয়ারের শুরু থেকে আমি কখনও চাইনি, লোকে আমাকে ভালো ক্রিকেটার হিসেবে মনে রাখুক। বরং চেয়েছিলাম, লোকে আমাকে ভালো মানুষ হিসেবে মনে রাখুক। যদি কেউ ভালো মানুষ হতে চাই, সেই প্রক্রিয়া মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলে।’

Next Article