চেন্নাই: ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন চরিত্র কমবেশি সকলের জানা। আইপিএলের অন্যতম সফল দল সিএসকেতেও রয়েছে এমনই এক ‘টম অ্যান্ড জেরি’-র মতো জুটি। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং দীপক চাহার (Deepak Chahar)। এই জুটিকে ক্রিকেট প্রেমীরা সিএসকের ‘টম অ্যান্ড জেরি’ বলে থাকেন। ইয়েলোব্রিগেডে দীপকের সঙ্গে মাহির একটা আলাদা বন্ড তৈরি হয়েছে। আইপিএল (IPL) চলাকালীন বিভিন্ন সময় দীপকের সঙ্গে খুনসুটি করতেও দেখা যেত ধোনিকে। তাই মাহির সামনে সিএসকের প্রসঙ্গ উঠলেই দীপক চাহারের কথাও আসে। সম্প্রতি চেন্নাইয়ে ধোনি নিজের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে দীপক চাহারের প্রসঙ্গ উঠতেই ধোনি বলেন, ‘ও অনেকটা মাদকের মতো।’ সতীর্থকে নিয়ে কেন এমন বললেন ধোনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৬তম আইপিএল চলাকালীন একাধিকবার ধোনিকে দেখা গিয়েছিল দীপক চাহারের সঙ্গে প্র্যাঙ্ক করতে। তাঁদের মধ্যে খুনসুটি যেমন হয়, তেমনই দীপককে কিন্তু ধোনি ভীষণ ভালোবাসেনও। তাই তো ধোনি থাকতে এমন কোনও ম্যাচ হয়নি যেখানে একাদশে থাকেননি দীপক। চেন্নাইতে তাই ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও ঘুরে ফিরে এল দীপকের নাম। সেখানেই ধোনি বলেন, ‘দীপক চাহার অনেকটা ড্রাগের মতো। ও যখন সামনে থাকে না তখন ভাবি ও কোথায়। আর ও যখন সামনে থাকে তখন ভাবতে বাধ্য হই যে ও কেন সামনে রয়েছে। তবে একটা ভালো বিষয় হল ও পরিণত হচ্ছে। কিন্তু তাতে ওর প্রচুর সময় লাগছে। আমার মনে হয় না আমি ওকে এই জীবনে পরিণত হতে দেখব।’
চেন্নাই সুপার কিংসে ধোনির অন্যতম ভরসা দীপক চাহার। মাহির যে দীপকের উপর অগাধ আস্থা রয়েছে তা ভালোভাবে জানেন তিনি। এই প্রসঙ্গে কয়েকদিন আগে দীপক জানিয়েছিলেন, ২০১৮ সালে কোচ স্টিফেন ফ্লেমিং সিএসকে টিম মিটিংয়ে বলেছিলেন, ২-৩টি ম্যাচ হয়ে যাওয়ার পর তাঁকে খেলানো হোক। যা শুনে সেই সময় ধোনি বলেছিলেন, ‘দীপক ১৪টা ম্যাচেই খেলবে। এই বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা হোক।’ পরবর্তীতে দীপককে এই বিষয়টি জানিয়েছিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। এর থেকেই বোঝা যায় দীপক ঠিক কীভাবে ধোনির বিশ্বাস অর্জন করেছেন। যাতে ১৪টি ম্যাচেই তাঁকে খেলানো হোক বলে জোর গলায় বলতে পেরেছিলেন ধোনি।