MS Dhoni: বাঁ পায়ে অস্বস্তি, আজ হার্দিকদের বিরুদ্ধে খেলবেন না ধোনি?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 31, 2023 | 3:15 PM

অনুরাগীদের চিন্তা বাড়াচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাঁ পায়ে খোঁড়াচ্ছেন তিনি।

MS Dhoni: বাঁ পায়ে অস্বস্তি, আজ হার্দিকদের বিরুদ্ধে খেলবেন না ধোনি?

Follow Us

আমেদাবাদ: সামান্য খুঁড়িয়ে হাঁটছেন। ম্যাচের আগের দিন নেট প্র্যাকটিসে নামলেনই না। ফ্যানদের কপালে বড় ভাঁজ ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১৬তম আইপিএল শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট জায়ান্টসের (Gujrat Giants) প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অথচ লড়াই শুরুর আগেই ‘জখম’ হয়েছেন হলুদ ব্রিগেডের প্রাণভোমরা। দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। বয়স যতই চল্লিশের কোঠা পার করুক, ক্যাপ্টেন্সি এবং উইকেটের পিছনে ধোনির সমকক্ষ খুঁজে পাওয়া মুশকিল (IPL 2023) ‘ক্যাপ্টেন কুল’ খেলতে না পারলে সিএসকে-র জন্য বিষয়টা মোটেও ভালো হবে না। ১৬তম আইপিএলের বোধনের আগে সিএসকের আকাশে ধোনিকে নিয়ে অনিশ্চয়তার মেঘ। বিস্তারিত Tv9 Banglaয়।

ম্যাচের আগের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অল ক্যাপ্টেন্স মিটে দেখা গিয়েছে ধোনিকে। বাকি ক্যাপ্টেনদের সঙ্গে হাসিমুখে অভিবাদন সেরেছেন। ক্যামেরায় পোজ দিয়েছেন। কিন্তু নেট প্র্যাক্টিসে না নামায় অনুরাগীরা হতাশ হন। ধোনি বাঁ পায়ের নি ক্যাপ পর রয়েছেন। এসব দেখে প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। আদৌ কি একশো শতাংশ ফিট তিনি? চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ধোনিকে নিয়ে আপডেট দিয়েছেন। তাঁর বক্তব্য ফ্যানদের খুশি করবে নিশ্চিত। সিইও বলেছেন, “যতদূর আমি জানি, ধোনি প্রথম ম্যাচে ১০০ শতাংশ খেলবেন। আমার অন্য কিছু জানা নেই।”

সিএসকে-র চোট তালিকা শুরু হয়েছে কাইল জেমিসন ছিটকে যাওয়ার পর। ১৬তম আইপিএল শুরুর একদিন আগে ছিটকে যান পেসার মুকেশ চৌধুরী। বাঁ হাতি বোলার মুকেশ চৌধুরীকে আইপিএলের মেগা নিলামে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল সিএসকে। আইপিএলের ১৫তম মরসুমে সিএসকের হয়ে দারুণ পারফর্ম করেন মুকেশ। ১৩টি ম্যাচে ১৬টি উইকেট নেন তিনি। মুকেশ ধারাবাহিক পারফর্ম করলেও ১৫তম আইপিএল সিএসকের জন্য মোটেও সুখের ছিল না। দল প্লে অফে পৌঁছতেই পারেনি। গতবছর বিজয় হাজারে ট্রফিতে চোট পেয়েছিলেন মুকেশ। ফাইনালের ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি। চোট তাঁকে আইপিএল থেকেও ছিটকে দিয়েছে।

Next Article