বেঙ্গালুরু: জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ঘটা করে প্রকাশ করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন নেতার নাম। আসন্ন আইপিএলে (IPL) আরসিবিকে (RCB) নেতৃত্ব দিতে দেখা যাবে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু’প্লেসিকে (Faf Du Plessis)। ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) জানিয়েছেন ক্যাপ্টেন্সির ব্যাটন ফাফের হাতে তুলে দিতে পেরে তিনি বেজায় খুশি। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের হয়ে এতদিন খেলতেন ডু’প্লেসি। ২০১১-২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে ২২ গজ কাপাতেন ডু’প্লেসি। এ বার নতুন মরসুমে নতুন দলের হয়ে খেলতে চলেছেন তিনি। শুধু যে খেলবেন, তা নয়। অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন ‘ফ্যান্টাস্টিক ফাফ’। এ বারের মেগা নিলাম থেকে ৭ কোটি টাকা দিয়ে এই প্রোটিয়া সুপারস্টারকে কিনেছিল কোহলির দল। নতুন দলে যাত্রা শুরু করার আগে ডু’প্লেসি তুলে ধরলেন মাহির কাছ থেকে তিনি কী কী শিখেছেন।
From Rahul Dravid to Virat Kohli, our captains have been a symbol of royalty.
With the baton in your hand, it's now over to you, skipper @faf1307 to take us to the victory lap. ?#PlayBold #WeAreChallengers #CaptainFaf #IPL2022 pic.twitter.com/vBu4Q0wSrA
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 14, 2022
আরসিবির টুইটারে বোল্ড ডায়েরিজ অনুষ্ঠানের এক ভিডিও তুলে ধরা হয়েছে। সেখানে ডু’প্লেসি মাহির সঙ্গে আইপিএলে চেন্নাই শিবিরে কাটানো দিনগুলোর কথা তুলে ধরার পাশাপাশি জানান, ক্যাপ্টেন কুলের কাছ থেকে তিনি কী শিক্ষা পেয়েছেন। ডু’প্লেসি জানান, তিনি যখন চেন্নাই শিবিরে যোগ দিয়েছিলেন, তিনি অনুভব করেছিলেন দক্ষিণ আফ্রিকার সংস্কৃতির সঙ্গে আইপিএলের ক্যাপ্টেন্সির সংস্কৃতির পার্থক্য রয়েছে। তিনি বলেন, “যখন আমি চেন্নাইয়ে যোগ দিয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম, দক্ষিণ আফ্রিকায় অধিনায়কত্বের যে সংস্কৃতি রয়েছে তার সঙ্গে আইপিএলের বিস্তর ফারাক রয়েছে। এবং ধোনির নেতৃত্ব দেওয়ার ধরণটাও সম্পূর্ণ অন্য রকম। তবে সত্যি বলতে কী আইপিএলের পরিবেশে এসে আমার ভাবনাতেও বদল এসেছে। আর এই বদলটা কিন্তু সম্ভব হয়েছে ধোনিকে দেখেই।”
The torch has been passed but a new partnership is building. ????
Same #PlayBold attitude, same #ChallengerSpirit. ?
Drop a ? if you’re excited to see the VK and FDP partnership, 12th Man Army! #PlayBold #WeAreChallengers #IPL2022 pic.twitter.com/acv5W0aqob
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2022
ডু’প্লেসি মনে করেন তাঁর ওপর ধোনির যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি বলেন, “আমি অত্যন্ত ভাগ্যবান যে, বেশ কয়েকজন অসাধারণ অধিনায়কের অধীনে আমি খেলেছি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময় গ্রেম স্মিথের সঙ্গে খেলেছি। যিনি দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা নেতা। এর পর ১০ বছর এমএস ধোনি ও স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে কাটিয়েছি। আমার মনে হয় ধোনি ও আমার ক্যাপ্টেন্সির স্টাইলটা একরকং। আমরা দু’জনেই সঠিক সময়ে মাথা ঠাণ্ডা রাখতে পারি।”
ধোনির থেকে ক্যাপ্টেন্সির জন্য যা শিক্ষা পেয়ে থাকুন না কেন, আরসিবির হয়ে ক্যাপ্টেন্সি শুরু করার আগে ডু’প্লেসি বলছেন, “আমি এটা শিখেছি যে প্রত্যেকের একটা আলাদা স্টাইল হয়। তবে এটা গুরুত্বপূর্ণ যে নিজের একটা আলাদা ধরণও থাকা প্রয়োজন। কারণ এটা মাথায় রাখতে হবে যে, ম্যাচে অনেক সময় চাপের পরিস্থিতি আসে। তাই, আমি বিরাট কোহলি হওয়ার চেষ্টা করতে পারি না কারণ আমি বিরাট কোহলি নই। এবং আমি এমএস ধোনি হওয়ার চেষ্টাও করতে পারি না। কিন্তু আমার কেরিয়ারে আমি যা শিখেছি তা আমাকে আমার নেতৃত্বের ধরণে উন্নতি করতে এবং আমাকে পরিণত হতে সাহায্য করেছে। তাই, আমি যা যা শিখেছি সেগুলোই কাজে লাগিয়ে আরসিবিতে সাফল্য পেতে চাই।”
Bold Diaries: Captain Faf Interview@faf1307 talks about the opportunity of captaining RCB, what he’s learnt from MS Dhoni and Graeme Smith, and the amazing fans of RCB, on Bold Diaries with Danish Sait.#PlayBold #WeAreChallengers #IPL2022 pic.twitter.com/2Zdw9sh1dO
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2022
আরও পড়ুন: IPL 2022: ঋতুরাজ-দীপক খেলবেন আসন্ন আইপিএলে? কী বললেন চেন্নাইয়ের সিইও?