করোনায় আক্রান্ত ধোনির বাবা-মা

sushovan mukherjee |

Apr 21, 2021 | 12:27 PM

সিএসকেকে নিয়ে ব্যস্ত হলেও ধোনি সারাক্ষণ খবর রাখছেন বাবা-মার। তবে, তাঁর পক্ষে মুম্বই থেকে রাঁচি আসা এখন সম্ভব নয়। বায়ো বাবল থেকে একবার বেরোলে আবার কোয়ারান্টিনে যেতে হবে তাঁকে।

করোনায় আক্রান্ত ধোনির বাবা-মা
ছবি-টুইটার

Follow Us

রাঁচি: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মহেন্দ্র সিং ধোনির বাবা-মা। তবে বেসরকারি হাসপাতালের তরফে বলা হয়েছে, দু’জনের কোভিড পজিটিভ হলেও অক্সিজেনের মাত্রা ঠিক আছে। আপাতত ভয়ের কিছু নেই ধোনির বাবা-মাকে নিয়ে।ধোনি এখন চেন্নাই সুপার কিংস নিয়ে আইপিএলে ব্যস্ত। সারা দেশের মতো রাঁচিতেও করোনার প্রভাব বাড়ছে। যে কারণে ঝাড়খণ্ডে মঙ্গলবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর তার মধ্যেই সংক্রমিত হয়ে পড়েছেন ধোনির বাবা-মাও।

ধোনির বাবা-মায়ের শারীরিক অবস্থার অবনতি হয় কয়েক দিন আগে। করোনার উপসর্গও ছিল। যা দেখে তড়িঘড়ি কোভিড পরীক্ষার জন্য নিয়ে যাওয়া তাঁদের। কোভিড পজিটিভ হতে ধোনির বাবা-মাকে ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘করোনায় সংক্রমিত হওয়ায় ক্রিকেটার ধোনির বাবা-মাকে এখানে ভর্তি করা হয়েছে। এখন ওঁদের অক্সিজেনে মাত্রা ঠিকঠাক আছে।’

আরও পড়ুন:IPL 2021: অমিত বিক্রমে মুম্বই ‘দশা’ কাটল দিল্লির

সিএসকেকে নিয়ে ব্যস্ত হলেও ধোনি সারাক্ষণ খবর রাখছেন বাবা-মার। তবে, তাঁর পক্ষে মুম্বই থেকে রাঁচি আসা এখন সম্ভব নয়। বায়ো বাবল থেকে একবার বেরোলে আবার কোয়ারান্টিনে যেতে হবে তাঁকে।

Next Article