MS Dhoni: ১৮৩ নট আউট, জয়পুরে পরাজয়ের পর স্মৃতিতে ডুব মাহির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 28, 2023 | 7:31 AM

RR vs CSK, IPL 2023: ম্যাচের পর আইপিএল কেরিয়ারের সায়াহ্নে থাকা মহেন্দ্র সিং ধোনির মুখে শোনা গেল অন্য সুর। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে হারের পরও ডুব দিলেন স্মৃতিতে।

MS Dhoni: ১৮৩ নট আউট, জয়পুরে পরাজয়ের পর স্মৃতিতে ডুব মাহির
Image Credit source: Twitter

Follow Us

জয়পুর: পয়েন্ট টেবলের এক নম্বর দল হিসেবে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই। ম্যাচ শেষ হতেই পয়েন্ট টেবলে ওলট পালট। ৩২ রানে হেরে গিয়ে চেন্নাই নেমে গেল তৃতীয় স্থানে (IPL 2023)। ১০ পয়েন্ট নিয়ে রাজস্থান ফের শীর্ষস্থানে। দিনটি মোটেও ভালো কাটল না মহেন্দ্র সিং ধোনির জন্য। একে ম্যাচে হার, শীর্ষস্থান খোয়ানো। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে নামার সুযোগ পেলেন না (RR vs CSK)। সঠিক রিভিউ নিতেও ব্যর্থ হয়েছেন। কিন্তু ম্যাচের পর আইপিএল কেরিয়ারের সায়াহ্নে থাকা মহেন্দ্র সিং ধোনির মুখে শোনা গেল অন্য সুর। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে হারের পরও ডুব দিলেন স্মৃতিতে। জয়পুরের মাঠের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। আইপিএলে হারের তেতো গিলে মাহির মনে পড়ে গিয়েছে জয়পুরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর অপরাজিত ১৮৩ রানের ইনিংস। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০০৫ সালের ৩১ অক্টোবর সোয়াই মান সিং স্টেডিয়ামে এক বিধ্বংসী ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি চার, ১০টি ছয়ের সাহায্যে ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রানের দুরন্ত ইনিংস। লঙ্কান বোলারদের রীতিমতো পিটিয়েছিলেন মাহি। কেরিয়ারের শুরুর দিকের এই ইনিংস জাতীয় দলে তাঁর স্থান মজবুত করেছিল। ওই ইনিংস এবং জয়পুরের ভেনু দুটোই স্পেশাল মাহির কাছে। রাজস্থানের ঘরের মাঠে আইপিএল খেলতে এসে তা বুঝিয়ে দিয়ে গেলেন ধোনি। তিনি বলেন, “এই ভেনু আমার কাছে ভীষণ স্পেশাল। ভাইজাগে আমার প্রথম ওডিআই সেঞ্চুরি আরও ১০টা ম্যাচে খেলার সুযোগ দিয়েছিল। কিন্তু এখানের ১৮৩ রানের ইনিংস আমাকে জাতীয় দলের হয়ে আরও একটা বছর খেলা সুযোগ করে দেয়। এখানে এসে খুব ভালো লাগছে।”

ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে হেরেছিল চেন্নাই। এদিন অ্যাওয়ে ম্যাচে ফের হার। পিঙ্ক সিটিতে হলুদ ঝড় আনতে পারেননি মহেন্দ্র সিং ধোনিরা। হারের পর ধোনি বলেন, “ওদের দেওয়া স্কোর বড় ছিল। প্রথম ছয় ওভারে প্রচুর রান দিয়েছি। সেইসময়ে এই উইকেটে ব্যাটিং আদর্শ ছিল। মাঝের ওভারগুলিতে বোলাররা ভালো বল করেছে। আমরা পাওয়ার প্লেতে ভালো সূচনা দিতে পারিনি।যশস্বী খুব ভালো ব্যাট করেছে। ইনিংসের শেষদিকে জুরেলের ব্যাটিংও ভালো।”

 

Next Article