Ranji Trophy: নামলেন ওপেনিংয়ে! হার্দিকের সেঞ্চুরিতে সেমিফাইনালের পথে মুম্বই

Hardik Century: প্রথম ইনিংসে মুশির খানের অপরাজিত ২০৩ রানের সৌজন্যে ৩৮৪ রান করে মুম্বই। জবাবে বরোদার প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। ৪ উইকেট নেন শামস মুলানি। ডাবল সেঞ্চুরির পর একটি উইকেটও নিয়েছেন মুশির। দ্বিতীয় ইনিংসে ভূপেন লালওয়ানির সঙ্গে ওপেন করেন মুম্বই কিপার ব্যাটার হার্দিক তামোরে। উল্টোদিক থেকে পরপর দু-উইকেট হারায় মুম্বই। প্রথম ইনিংসে দ্বিশতরানকারী মুশির খান ৩৩ রান করেন।

Ranji Trophy: নামলেন ওপেনিংয়ে! হার্দিকের সেঞ্চুরিতে সেমিফাইনালের পথে মুম্বই
Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 5:27 PM

প্রথম ইনিংসে মুশির খানের সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে হার্দিকের সেঞ্চুরি। রঞ্জি ট্রফি সেমিফাইনালের পথে মুম্বই। ঘরোয়া ক্রিকেটে মুম্বই সবচেয়ে সফল দল। ধারাবাবাহিকতা বজায় রাখার চেষ্টায় মুম্বই। গত বার ফাইনালে পৌঁছতে পারেনি মুম্বই। এ বার অধিনায়ক অজিঙ্ক রাহানে রানের মধ্যে না থাকলেও তরুণ ক্রিকেটাররা অনবদ্য পারফর্ম করছেন। চোটের জন্য দীর্ঘ সময় বাইরে থাকা পৃথ্বী শয়েরও প্রত্যাবর্তন হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলছে মুম্বই। ইতি মধ্যেই দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। গত বারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছে তামিলনাডু। অন্য দিকে, রুদ্ধশ্বাস ম্যাচে অন্ধ্রপ্রদেশকে মাত্র ৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ। বাকি রয়েছে আরও দুটি জায়গা। বরোদার বিরুদ্ধে অ্যাডভান্টেজ মুম্বই।

প্রথম ইনিংসে মুশির খানের অপরাজিত ২০৩ রানের সৌজন্যে ৩৮৪ রান করে মুম্বই। জবাবে বরোদার প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। ৪ উইকেট নেন শামস মুলানি। ডাবল সেঞ্চুরির পর একটি উইকেটও নিয়েছেন মুশির। দ্বিতীয় ইনিংসে ভূপেন লালওয়ানির সঙ্গে ওপেন করেন মুম্বই কিপার ব্যাটার হার্দিক তামোরে। উল্টোদিক থেকে পরপর দু-উইকেট হারায় মুম্বই। প্রথম ইনিংসে দ্বিশতরানকারী মুশির খান ৩৩ রান করেন। পাঁচে নামেন পৃথ্বী শ। মাত্র ৯৩ বলে ৮৭ রানের ইনিংস খেলেন।

হার্দিকের ১১৪ রানে ও শেষ দিকে শামস মুলানির হাফসেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭৯ রান তুলে নিয়েছে মুম্বই। ম্যাচের আর এক দিন বাকি। ৪১৫ রানে এগিয়ে মুম্বই। শেষ দিন যতটা সম্ভব ব্যাটিং করাই লক্ষ্য থাকবে। সরাসরি জয়ের সম্ভাবনা প্রবল। একান্তই ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিডের সৌজন্যে সেমিফাইনালে যাবে মুম্বই। বরোদার বাঁ হাতি স্পিনার ভার্ঘব ভাট প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৭টি উইকেট নিয়েছেন।