IPL 2022: পন্থের দিল্লিকে হারিয়ে বিরাটদের প্লে অফের টিকিট দিল রোহিতের মুম্বই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 21, 2022 | 11:47 PM

সব মিলিয়ে আজ ২২ গজে আরসিবি না নেমেও জিতে গেলেন বিরাটরাই।

IPL 2022: পন্থের দিল্লিকে হারিয়ে বিরাটদের প্লে অফের টিকিট দিল রোহিতের মুম্বই
IPL 2022: পন্থের দিল্লিকে হারিয়ে বিরাটদের প্লে অফের টিকিট দিল রোহিতের মুম্বই

Follow Us

মুম্বই: ওয়াংখেড়েতে আইপিএল-২০২২ (IPL 2022) এর আজকের ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জন্য যতটা গুরুত্বপূর্ণ ছিল, ততটাই গুরুত্বপূর্ণ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছেও। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ভক্তরা চাইছিলেন শেষ ম্যাচে তাদের প্রিয় দল জিতুক। দিল্লির দলের সমর্থকদের প্রার্থনা ছিল মরণ বাঁচন ম্যাচে পন্থরা জিতে প্লে অফের টিকিট পাকা করুক। আর আরসিবি (RCB) ভক্তরা তাদের প্রার্থনা উজাড় করে দিয়েছিল যাতে আজ মুম্বই জেতে। সব মিলিয়ে আজ ২২ গজে আরসিবি না নেমেও জিতে গেলেন বিরাটরাই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পন্থের দিল্লি হারাতে পারল না রোহিতের মুম্বইকে। ৫ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করার পাশাপাশি, বিরাট কোহলিদের প্লে অফের টিকিট উপহার দিল হিটম্যানের দল।

টস জিতে শুরুতে পন্থদের ব্যাটিং করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত। টাইফয়েড থেকে সেরে উঠে আজ দিল্লির প্রথম একাদশে ফেরেন পৃথ্বী শ। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ফের ওপেনিংয়ে দেখা গেল পৃথ্বীকে। তবে দিল্লির ওপেনিং জুটি বড় রান তুলতে পারেনি। তৃতীয় ওভারের মাথায় ড্যানিয়েল স্যামস অজি তারকা ওপেনার ব্যাটার ওয়ার্নারের (৫) উইকেট তুলে নেন। চতুর্থ ওভারে জসপ্রীত বুমরার প্রথম শিকার হন অপর এক অজি তারকা ক্রিকেটার মিচেল মার্শ। রানের খাতা না খুলেই মিচেল ফেরেন সাজঘরে। পাওয়ার প্লে-র মধ্যেই তৃতীয় ধাক্কা খায় দিল্লি। ২৩ বলে ২৪ রান করে যান পৃথ্বী শ। বুম বুম বুমরার খাতায় যায় পৃথ্বীর উইকেট। ডু অর ডাই ম্যাচে রাজধানীর দলের টপ অর্ডার সেই অর্থে আশানুরূপ পারফর্ম করেনি।

পৃথ্বী ফেরায় সরফরাজ আজ নামেন পাঁচ নম্বরে। ৭ বলে ১০ রান করে তিনি মায়াঙ্ক মার্কণ্ডেয়র জালে ফাঁসেন। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সামলান ঋষভ পন্থ ও রোভম্যান পাওয়েল জুটি। পঞ্চম উইকেটে জমাট পার্টনারশিপ গড়েন পন্থ-পাওয়েল। এই জুটিতে ওঠে ৭৫ রান। ১৬তম ওভারে ২টি চার ও ১টি ছয় মারার পর শেষ বলে রমনদীপকে উইকেট দিয়ে বসেন পন্থ। এরপর অক্ষরের সঙ্গে জুটিতে কিছু রান করে যান পাওয়েল। ১৯তম ওভারে বুমরা তুলে নেন আক্রমণাত্মক পাওয়েলের উইকেট। ৩৪ বলে ৪৩ রান করার পথে পাওয়েলের ব্যাট থেকে আসে ১টি চার ও ৪টি ছয়। শেষ ওভারে শার্দূলকে (৪) সাজঘরে পাঠান রমনদীপ। শেষ অবধি ১৯ রানে নট আউট থাকেন অক্ষর। ডু অর ডাই ম্যাচে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে।

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের সম্মানরক্ষার ম্যাচে টার্গেট ছিল ১৬০। শুরুর ৫ ওভারে কোনও উইকেট না হারালেও, পাওয়ার প্লে-র শেষ ওভারে রোহিত শর্মা উইকেট দিয়ে বসেন অনরিখ নর্টজেকে। আজ ছন্দে ছিলেন না রোহিত। এ বারের আইপিএলের শেষ ম্যাচে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন মুম্বই অধিনায়ক। সব থেকে বেশি দাম দিয়ে এ বারের আইপিএলের নিলাম থেকে তুলে নেওয়া ঈশান কিষাণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছন্দে ছিলেন। তবে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১২ ওভারের মাথায় কুলদীপ যাদবের শিকার হন ঈশান। ৩৫ বলে ৪৮ রান করার পথে ঈশানের ব্যাট থেকে আসে ৩টি চার ও ৪টি ছয়। শেষ ম্যাচে ডিওয়াল্ড ব্রেভিসকে খেলান রোহিত। গুরুত্বপূর্ণ ৩৭ রান করে যান বেবি এবি। ১৫ ওভারে শার্দূল ক্লিন বোল্ড করেন ব্রেভিসকে।

তবে তখনও মুম্বইয়ের জয়ের আশা ছিল। কারণ ক্রিজে ছিলেন টিম ডেভিড ও তিলক ভার্মা। এই জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ৫০ রান। দুরন্ত ছন্দে ছিলেন সিঙ্গাপুরের ডেভিড। মাত্র ১১ বলে ৩৪ রানের ক্যামিও খেলে যান টিম ডেভিড। ১৯তম ওভারে তিলক ভার্মাকে সাজঘরে পাঠান অনরিখ নর্টজে। ১৭ বলে ২১ রান করেন তিলক। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। ক্রিজে ছিলেন। ড্যানিয়েল স্যামস ও রমনদীপ সিং। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বই। এবং নিজেরা জিতে আরসিবিকেও জিতিয়ে দিয়ে গেল। শেষ ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে এ বারের টুর্নামেন্ট থেকে বিদায় নিল পন্থের দিল্লি। ঋষভরা আজ হেরে যাওয়ায় ২৫ মে ইডেনে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্লে অফ নিশ্চিত হয়ে গেল আরসিবির।

সংক্ষিপ্ত স্কোর: দিল্লি ১৫৯-৭ (রোভম্যান পাওয়েল ৪৩, ঋষভ পন্থ ৩৯, পৃথ্বী শ ২৪, জসপ্রীত বুমরা ৩-২৫, রমনদীপ সিং ২-২৯)। মুম্বই ১৬০-৫ (ঈশান কিষাণ ৪৮, ডিওয়াল্ড ব্রেভিস, টিম ডেভিড ৩৪, অনরিখ নর্টজে ২-৩৭, শার্দূল ঠাকুর ২-৩২, কুলদীপ যাদব ১-৩৩)।

Next Article