রাঁচি : বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। লজ্জার হার বাংলার। একলা লড়াই করলেন বাংলার অন্য়তম ভরসা মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তাতেও অবশ্য ব্যাটিং বিপর্যয় আটকানো যায়নি। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। শেষ উইকেট হিসেবে আউট হন মনোজ তিওয়ারি। বাকিরা সঙ্গ দিলে হয়তো লজ্জার হার এড়ানো যেত। প্রতিযোগিতার শুরুতেই ৮ উইকেটে হার, বাংলার কাছে বড় ধাক্কা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। বাংলার হয়ে ওপেন করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। অবাক করার মতোই সিদ্ধান্ত। ৮ বল খেলে মাত্র ১ রানেই আউট ঋত্বিক। অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ ২০ বলে ১২ রানে ফেরেন। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের অবদান ২৭ বলে ৯। মনোজ তিওয়ারি একা কুম্ভের মতো দাঁড়িয়ে রইলেন। শেষ অবধি ৬৪ বলে ৪৭ রানে ফেরেন মনোজ। ৫০ ওভারের ম্যাচ। বাংলা মাত্র ৩১.৩ ওভারে ১২১ রানেই অলআউট। মুম্বইয়ের হয়ে তনুশ কোটিয়ান ৮ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন। এ ছাড়া তুষার দেশপান্ডে এবং শামস মুলানি ২টি করে উইকেট নেন।
মাত্র ১২১ রানের পুঁজি নিয়ে ওয়ান ডে ফর্ম্যাটে বোলারদের থেকে বড় কিছু প্রত্যাশা করাও বৃথা। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করেন মুম্বই ওপেনার পৃথ্বি শ। অষ্টম ওভারে তাঁকে ফেরান মুকেশ কুমার। ৩১ বলে ২৬ রান করেন পৃথ্বী। আর এক ওপেনার যশস্বী দীর্ঘ সময় ক্রিজে কাটালেও বড় রান করতে ব্যর্থ। ৩৩ বলে ১০ রান করেন তিনি। ব্যাটিংয়ে কোনও বিপর্যয় আসতে দেননি মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। উল্টোদিকে উইকেট রক্ষক হার্দিক তামোরে ৪৭ বলে ১৮ রানের মন্থর ইনিংস খেলেন। তবে বড় রানের লক্ষ্য না হওয়ায় তাঁর ইনিংস তেমন কোনও নেতিবাচক প্রভাব ফেলেনি। অধিনায়ক অজিঙ্ক রাহানে ৫৯ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ২ উইকেট হারিয়ে ৩০.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় মুম্বই।