জামশেদপুরকে হারিয়ে জয়ে ফিরল কেরালা

sushovan mukherjee |

Jan 11, 2021 | 10:38 AM

আইএসএলে ৫ গোলের থ্রিলার জিতল কেরালা ব্লাস্টার্স। ৩-২ গোলে হারাল জামশেদপুর এফসিকে। ম্যাচে জোড়া গোল কেরালার জর্ডন মারের। অন্যদিকে জোড়া গোল করেও জামশেদপুরকে পয়েন্ট এনে দিতে ব্যর্থ ভালসকিস।

1 / 5
আইএসএলে দুরন্ত জয় কেরালা ব্লাস্টার্সের। প্রথমার্ধে কোস্তার গোলে এগিয়ে যায় ভিকুনার দল।

আইএসএলে দুরন্ত জয় কেরালা ব্লাস্টার্সের। প্রথমার্ধে কোস্তার গোলে এগিয়ে যায় ভিকুনার দল।

2 / 5
বিরতির আগেই জামশেদপুরকে সমতায় ফেরান ভালসকিস

বিরতির আগেই জামশেদপুরকে সমতায় ফেরান ভালসকিস

3 / 5
দ্বিতীয়ার্ধে দশ জনেও দুরন্ত লডা়ই করে কেরালা ব্লাস্টার্স।

দ্বিতীয়ার্ধে দশ জনেও দুরন্ত লডা়ই করে কেরালা ব্লাস্টার্স।

4 / 5
চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে কেরালাকে ৩-১ গোলে এগিয়ে দেন জর্ডন মারে।

চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে কেরালাকে ৩-১ গোলে এগিয়ে দেন জর্ডন মারে।

5 / 5
দু মিনিটের মধ্যেই ব্যবধান কমান ভালসকিস।

দু মিনিটের মধ্যেই ব্যবধান কমান ভালসকিস।

Next Photo Gallery