সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Jan 10, 2021 | 12:45 PM
সিনিয়র জুনিয়র কম্বিনেশনে তৈরি বাংলা দল।
সিএবি আয়োজিত টি-২০ চ্যালেঞ্জে নিজেদের তৈরি করার সুযোগ পেয়েছেন বাংলা দলের ক্রিকেটাররা।
কোচ অরুণলাল ও ব্যাটিং কনসালটেন্ট ভিভিএস লক্ষণের টিপস নিয়ে মাঠে নামবে বঙ্গ ব্রিগেড।
বাংলার গ্রুপে আছে আছে তামিলনাড়ু, অসম, হায়দরাবাদের মত দল।
গত মরসুমে দুরন্ত পারফর্ম করা অনুষ্টুপ মজুমদার এবার বাংলা দলের অধিনায়ক।