India vs West Indies: স্বপ্ন ছিল বিরাট ভাই বা এমএস ভাইয়ের হাত থেকে ডেবিউ ক্যাপ নেওয়া: দীপক হুডা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 10, 2022 | 12:59 PM

Deepak Hooda: অভিষেক ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন হুডা (৩২ বলে ২৬ নট আউট)। দ্বিতীয় একদিনের ম্যাচে ২৫ বলে ২৯ রান করার পাশাপাশি, ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেটও পেয়েছিলেন হুডা।

Follow Us

আমেদাবাদ: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন দীপক হুডা (Deepak Hooda)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) আমেদাবাদে সিরিজের প্রথম ওয়ান ডে-তে (ODI) অভিষেক হয়েছে হরিয়ানার এই অলরাউন্ডারের। হুডা ডেবিউ ক্যাপ পেয়েছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে। দ্বিতীয় ম্যাচের পর বিসিসিআই টিভিতে সূর্যকুমারকে দেওয়া সাক্ষাৎকারে হুডা জানালেন, তাঁর স্বপ্ন ছিল বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত থেকে ডেবিউ ক্যাপ নেওয়া। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন হুডা (৩২ বলে ২৬ নট আউট)। দ্বিতীয় একদিনের ম্যাচে ২৫ বলে ২৯ রান করার পাশাপাশি, ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেটও পেয়েছিলেন হুডা।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিকোলাস পুরানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪৪ রানে জিতেছে রোহিত শর্মার ভারত। ম্যাচের শেষে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থ সূর্যকুমারকে হুডা বলেন, “প্রথম ওয়ান ডে ম্যাচে আমার অভিষেক হয়েছে, সত্যি তার অনুভূতিটা অসাধারণ। এটার জন্যই কড়া পরিশ্রম করি আমরা, ম্যাচের আগে আমি তোমাকে (সূর্যকুমার যাদবকে) এটা বলেছিলামও। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, ডেবিউ ক্যাপটা আমি যেন বিরাট ভাই বা এমএস ভাইয়ের হাত থেকে পাই। আমি বিরাট ভাইয়ের হাত থেকে ডেবিউ ক্যাপটা পেয়েছি। যেটার অনুভূতি আমার কাছে অসাধারণ। আমার জন্য সেটা গর্বের মুহূর্ত ছিল।”

জাতীয় দলে সুযোগ পাওয়া এবং অভিষেক হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন হুডা। পরিশ্রমে বিশ্বাসী হুডা বলেন, “প্রতিটা দিন আরও বেশি পরিশ্রম করে নিজেকে আরও ভালো প্লেয়ার বানানোর চেষ্টা করে গিয়েছি আমি। ভালো জিনিস হওয়ার জন্য সময় লাগে ঠিকই, কিন্তু তার জন্যই নিজেকে তৈরি রাখা দরকার। স্বাভাবিকভাবেই, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা আমার কাছে একটা আশীর্বাদের সমান। এই অনুভূতিটা অসাধারণ। সব সময় তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমি তাঁদের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। আমার লক্ষ্য হল রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা না করা, এবং নিজের কাজ করে যাওয়া।”

দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ান ডে সিরিজে ৩-০ হেরে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পর পর দুটো ওয়ান ডে-তে জিতেছে ভারত। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচ জিতে পুরানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে রোহিতের ভারত।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আমেদাবাদ: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন দীপক হুডা (Deepak Hooda)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) আমেদাবাদে সিরিজের প্রথম ওয়ান ডে-তে (ODI) অভিষেক হয়েছে হরিয়ানার এই অলরাউন্ডারের। হুডা ডেবিউ ক্যাপ পেয়েছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে। দ্বিতীয় ম্যাচের পর বিসিসিআই টিভিতে সূর্যকুমারকে দেওয়া সাক্ষাৎকারে হুডা জানালেন, তাঁর স্বপ্ন ছিল বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাত থেকে ডেবিউ ক্যাপ নেওয়া। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন হুডা (৩২ বলে ২৬ নট আউট)। দ্বিতীয় একদিনের ম্যাচে ২৫ বলে ২৯ রান করার পাশাপাশি, ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেটও পেয়েছিলেন হুডা।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিকোলাস পুরানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪৪ রানে জিতেছে রোহিত শর্মার ভারত। ম্যাচের শেষে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থ সূর্যকুমারকে হুডা বলেন, “প্রথম ওয়ান ডে ম্যাচে আমার অভিষেক হয়েছে, সত্যি তার অনুভূতিটা অসাধারণ। এটার জন্যই কড়া পরিশ্রম করি আমরা, ম্যাচের আগে আমি তোমাকে (সূর্যকুমার যাদবকে) এটা বলেছিলামও। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, ডেবিউ ক্যাপটা আমি যেন বিরাট ভাই বা এমএস ভাইয়ের হাত থেকে পাই। আমি বিরাট ভাইয়ের হাত থেকে ডেবিউ ক্যাপটা পেয়েছি। যেটার অনুভূতি আমার কাছে অসাধারণ। আমার জন্য সেটা গর্বের মুহূর্ত ছিল।”

জাতীয় দলে সুযোগ পাওয়া এবং অভিষেক হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন হুডা। পরিশ্রমে বিশ্বাসী হুডা বলেন, “প্রতিটা দিন আরও বেশি পরিশ্রম করে নিজেকে আরও ভালো প্লেয়ার বানানোর চেষ্টা করে গিয়েছি আমি। ভালো জিনিস হওয়ার জন্য সময় লাগে ঠিকই, কিন্তু তার জন্যই নিজেকে তৈরি রাখা দরকার। স্বাভাবিকভাবেই, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা আমার কাছে একটা আশীর্বাদের সমান। এই অনুভূতিটা অসাধারণ। সব সময় তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমি তাঁদের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। আমার লক্ষ্য হল রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা না করা, এবং নিজের কাজ করে যাওয়া।”

দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ান ডে সিরিজে ৩-০ হেরে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পর পর দুটো ওয়ান ডে-তে জিতেছে ভারত। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচ জিতে পুরানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে রোহিতের ভারত।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article