Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে জয়, ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 13, 2022 | 7:09 PM

Team India: পুরুষদের এশিয়া কাপের পর, মহিলাদের এশিয়া কাপেও ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা।

Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে জয়, ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা
Image Credit source: ACC Media

Follow Us

সিলেট: এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান (India vs Pakistan) হচ্ছে না। দিনের প্রথম ম্যাচে থাইলান্ডকে সহজেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত (Team India)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতল শ্রীলঙ্কা। পুরুষদের এশিয়া কাপের পর, মহিলাদের এশিয়া কাপেও ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। শনিবার ফাইনাল। মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১ রানে হারাল শ্রীলঙ্কা।

টসে জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। যদিও বিশাল স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। ২০ ওভারে ৬ উইকেটে তারা ১২২ রান করে। হর্ষিতা সমরবিক্রম সর্বাধিক ৩৫ রান করেন। এ ছাড়াও অনুষ্কা সঞ্জিবনী ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন স্পিনার নাসরা সান্ধু। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন।

রান তাড়ায় শুরুতেই খেই হারায় পাকিস্তান। দুই ওপেনার ভরসা দিতে পারেননি। তবে অধিনায়ক বিসমা মারুফের সৌজন্যে ঠিক পথেই এগোচ্ছিল পাকিস্তান। বিসমা ৪১ বলে ৪২ রানে ফেরেন। শেষ দিকে প্রয়োজনীয় রান এবং বল কার্যত সমান ছিল। ফলে প্রতি বলে সিঙ্গল নিলেও ম্যাচ জিতত পাকিস্তান। তবে তাদের ব্যাটাররা অতিরিক্ত চাপ নিয়ে খেই হারাল। ইনিংসের শেষ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৩ রান। মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টা করলেও সফল হননি নিদা দার। ক্যাচ ফসকালেও রান আউট করে শ্রীলঙ্কা। মাত্র ১ রানে হার পাকিস্তানের।

শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, ‘মাঝের ওভারে কিছুটা চাপে ছিলাম। তবে বোলারদের উপর ভরসা ছিল। আজকের ম্যাচে ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করেছিলাম। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। ১৪ বছর পর আমরা এশিয়া কাপের ফাইনালে।’ চামারি আরও যোগ করেন, ‘পিচও ভালো ছিল আর প্রথম ছ-ওভার আমরা ভালো ব্যাটিং করেছি। পরের দিকে ব্যাটিং সহজ হবে না, আন্দাজ ছিল। সে কারণেই নিজেদের পরিকল্পনা ধরে রেখেছি। কবিশার বয়স কম হলেও পরিণত ক্রিকেট খেলেছে।’

Next Article