কলকাতা: প্রত্যাবর্তন কী সহজ জিনিস? কেউ কেউ হারিয়েই যান। খুঁজেই পান না ফিরে আসার রাস্তা। এই হারিয়ে যাওয়া লোকেরা জানেন, ফিরে আসা কতটা গর্বের। কতটা আবেগ জড়িয়ে থাকে। বোধহয় ভাগ্য ততটা সঙ্গ না দিলে ‘ফিরে এলাম’ বলাই যায় না! আবার কেউ কেউ ফুরোতেই জানেন না। যেন সীমাহীন বারুদ রয়েছে তাঁদের মধ্যে। জ্বলছে অন্তত আগুন। একজনের আবার প্রত্যাবর্তন হতে চলেছে ক্রিকেটে। একটা সময় সারা ক্রিকেট বিশ্ব তাঁকে চিনত। অবসরের পর সেই তিনিই হাতে তুলে নিয়েছিলেন মাইক। কমেন্ট্রি বক্সে বসে যখন কাটাছেঁড়া করতেন ক্রিকেট, তখন তাঁর গলা, রসবোধ প্রশংসা পেয়েছিল। সেই নভজ্যোৎ সিং সিধু আবার ফিরছেন ধারাভাষ্যে। আর সেই সিধুই মুগ্ধ মহেন্দ্র সিং ধোনিতে। অবাক হয়ে যাচ্ছেন বিয়াল্লিশ পার করেও কী করে ধোনি খেলে যাচ্ছেন। ক্রিকেট সব নিয়মকানুন যেন এলোমেলো করে দিচ্ছেন। মাহিকে নিয়ে কী বলছেন কামব্যাক কিং? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অনেক দিন পর আবার আইপিএলের কমেন্ট্রি করতে দেখা যাবে সিধুকে। ধোনিকে নিয়ে যিনি অকপট, ‘ও যা করে দেখাচ্ছে, এটাকে মিরাকল ছাড়া আর কিছু বলা যাবে না। ধোনির বয়স বিয়াল্লিশ। আমি এই বয়সে কাউকে খেলতে দেখিনি। ব্রায়ান ক্লোজের ৪১ বছর বয়সেও খেলেছে। যখন খেলাটা থেকে কেউ বেরিয়ে যায়, নতুন করে ফিরে আসা মুশকিল হয়। রিকি পন্টিং, ম্যাথিউ হেডেন, এমনকি সচিনের ক্ষেত্রে কী হয়েছে, দেখুন। ছয়-সাত মাসের বিরতি নিয়ে আবার ফিরে আসা, ব্যাট হাতে ক্রিজে দাঁড়ানো কিন্তু সহজ হয় না। ধোনি যেটা করছে, সেটা কিন্তু অসম্ভব কাজ।’
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে সিধু যেন অনেকটা ধোনিরই মতো। বিরতির নিয়ে আবার ফিরতে চলেছেন। সিং ইজ কিং, সেটা মাইক হাতে বুঝিয়েও দেবেন আবার। ধোনিকে নিয়ে এতটাই মুগ্ধ যে ‘সিক্সার সিধু’ বলেছেন, ‘ধোনিকে দেখুন, অনেক দিন ও কিন্তু টাচে নেই। কিন্তু মাঠে যখন ফিরছে, মনেই হচ্ছে না ক্রিকেট থেকে দূরে ছিল। এটাই ওকে গ্রেট করে তুলেছে। মানসিক ভাবে ও ভীষণ শক্তপোক্ত। তার থেকে বেশি, বিয়াল্লিশেও একই রকম ফিট। ৩-৪ ওভার যখন বাকি, তখনও অবলীলায় মাঠে নেমে পড়তে পারে। এইগুলোই ধোনির ক্ষেত্রে মিরাকল হয়ে উঠেছে। ধোনি উদাহরণ। সব নিয়মের উর্ধ্বে।’