Shreyas Iyer: শ্রেয়স কেন টি ২০ তে? প্রশ্ন তুললেন প্রাক্তন পেসার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 30, 2022 | 2:35 PM

প্রসাদের পোস্টে রিপ্লাই দেন এক ক্রিকেট প্রেমী। তাঁর বক্তব্য, অতীতে টি ২০ ক্রিকেটে সাফল্য রয়েছে শ্রেয়সের। প্রসাদ সেই বক্তব্যের জবাব দিয়েছেন।

Shreyas Iyer: শ্রেয়স কেন টি ২০ তে? প্রশ্ন তুললেন প্রাক্তন পেসার
Image Credit source: TWITTER

Follow Us

 

নয়াদিল্লি : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ (T20I) সিরিজ জয় দিয়ে শুরু করেছে। প্রথম ম্যাচেই ৬৮ রানের বড় জয়। ব্যাটিং লাইন আপ এবং একাদশ বাছাই অবাক করার মতোই। বিরাট কোহলিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে প্রত্যাশা করা হয়েছিল দীপক হুডাকে। তাঁকে না খেলানোয় অবাক সকলেই। আয়ারল্যান্ড সফরে টি ২০ তে শতরান করেছিলেন দীপক। ওয়ান ডে সিরিজে তাঁর অফ স্পিনও কাজে লেগেছে। টি ২০ তে শ্রেয়স আইয়ারের বাছাই নিয়ে প্রশ্ন তুলছেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, দীপক হুডারা (Deepak Hooda) থাকতে শ্রেয়স কেন!

প্রথম টি ২০ তে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্পিনাররা। ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মা এবং ফিনিশারের ভূমিকায় সফল দীনেশ কার্তিক। সপ্তম উইকেটে কার্তিক-অশ্বিনের অবিচ্ছিন্ন জুটি ২৫ বলে ৫২ রান যোগ করেছে। তা না হলে বোর্ডে ১৯০ রান তোলা সম্ভব হত না। আর কোনও ব্যাটারই নজর কাড়তে ব্যর্থ। শ্রেয়স আইয়ার খাতাই খুলতে পারেননি। সূর্য, ঋষভ, হার্দিক, জাডেজারা ভালো শুরু করলেও অবদান রাখতে ব্যর্থ। ইংল্যান্ডে দুটি টি ২০ তে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন ঋষভ পন্থ। পোর্ট অব স্পেনে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম টি ২০ তে রোহিতের ওপেনিং সঙ্গী সূর্যকুমার যাদব। তিনে খেলেন শ্রেয়স। দেশের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ মনে করছেন টি ২০ বিশ্বকাপের আগে সঠিক ভারসাম্য খুঁজে নিতে হবে। মাইক্রো ব্লগিং সাইটে লিখেছেন, ‘বিশ্বকাপের আগে কিছু নির্বাচন সময় নষ্ট করার মতো। সঞ্জু স্যামসন, দীপর হুডা, ঈশান কিষাণরা থাকতে টি ২০ তে শ্রেয়সকে খেলানোর সিদ্ধান্ত অদ্ভূত। রোহিত-রাহুল, বিরাট নিশ্চিতভাবেই খেলবেন। তাদের সঙ্গে সঠিক ব্যালান্স খুঁজে নিতে হবে।’

 

প্রসাদের পোস্টে রিপ্লাই দেন এক ক্রিকেট প্রেমী। তাঁর বক্তব্য, অতীতে টি ২০ ক্রিকেটে সাফল্য রয়েছে শ্রেয়সের। প্রসাদ সেই বক্তব্যের জবাব দিয়েছেন। প্রাক্তন পেসারের মতে, ওয়ান ডে ক্রিকেটে শ্রেয়স সফল হলেও টি ২০ তে ওর চেয়ে অনেক ভালো প্লেয়াররা অপেক্ষায় রয়েছে। প্রসাদ লিখেছেন, ‘শ্রেয়স ৫০ ওভারের ফরম্যাটে খুবই ভালো। টি ২০ তে এখন অনেক ব্যাটার রয়েছে যারা ভালো খেলছে। শ্রেয়সকে এই ফরম্যাটের জন্য আরও দক্ষতা বাড়াতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক শ্রেয়স। ৫৩.৬৭ গড়ে ১৬১ রান করেছেন।

Next Article