Sandeep Lamichhane: ধর্ষণে অভিযুক্ত নেপালের ক্রিকেটার পুলিশি হেফাজতে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 06, 2022 | 3:08 PM

Nepal Cricket: গত ৮ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিছুদিন আগেই সন্দীপ তাঁর ফেসবুক পেজে জানান, দ্রুতই দেশে ফিরবেন এবং নিজেকে নির্দোশ প্রমাণের জন্য লড়বেন। কাঠমাণ্ডু পুলিশের তরফে দীনেশ রাজ মৈনালি জানান, দেশে ফেরার পরই সন্দীপকে হেফাজতে নেওয়া হয়েছে।

Sandeep Lamichhane: ধর্ষণে অভিযুক্ত নেপালের ক্রিকেটার পুলিশি হেফাজতে
Image Credit source: AFP

Follow Us

কাঠমাণ্ডু: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকে (Sandeep Lamichhane) গ্রেফতার করল পুলিশ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন সন্দীপ। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করতেই সন্দীপকে সিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলের বাইরে করে দেয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার এক মাস পর দেশে ফিরেছেন। বিমানবন্দরেই তাঁকে হেফাজতে নেয় পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পরই নেপাল ক্রিকেট বোর্ড (Nepal Cricket) সন্দীপ লামিছানেকে নির্বাসিত করে। সন্দীপের দাবি, তিনি নির্দোশ।

তরুণ প্রতিভা সন্দীপ লামিছানে বিশ্বক্রিকেটে অতি পরিচিত নাম। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলার সুযোগ পান সন্দীপ। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন নেপালের এই লেগ স্পিনার। তবে তাঁর কেরিয়ারে বিরাট ধাক্কা আসে গত মাসে। এক নাবালিকা পুলিশের কাছে অভিযোগ করেন, সন্দীপ তাঁকে ধর্ষণ করেছে। গত ৮ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিছুদিন আগেই সন্দীপ তাঁর ফেসবুক পেজে জানান, দ্রুতই দেশে ফিরবেন এবং নিজেকে নির্দোশ প্রমাণের জন্য লড়বেন। কাঠমাণ্ডু পুলিশের তরফে দীনেশ রাজ মৈনালি জানান, দেশে ফেরার পরই সন্দীপকে হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নেপালকে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সন্দীপের। ২০১৮ সালে ওয়ান ডে স্টেটাস পায় নেপাল। সে বছরই আইপিএলে সুযোগ পান সন্দীপ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি। টি ২০ ফরম্যাটে নেপালের সেরা ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই সন্দীপ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। গ্রেফতারি পরোয়ানার খবর জেনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সে কারণেই দেশে ফিরতে দেরী হওয়ার বিষয় জানিয়েছিলেন। তারপরই নেপাল পুলিশের তরফে জানানো, সন্দীপকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে তারা।

Next Article