ICC ODI World Cup 2023: ইডেনে টাইগার বধ ডাচদের! শেষ হাসি হাসা হল না বাংলাদেশের
Bangladesh vs Netherlands: টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। শুরুতেই জোড়া ধাক্কা খায় ডাচরা। ৩ ও ০ রান করে ফেরেবিক্রমজিৎ সিং ও মাক্স ও ডাউড জুটি। এরপর ম্য়াচের হাল ধরেন ওয়েসলি বারসি ও স্কট এডওয়র্ডরা। বাংলাদেশের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড।
কলকাতা: ইডেনে বিশ্বকাপের শুভ সূচনা হল ডাচদের মুখে হাসি দিয়ে। ৮৭ রানের ব্যবধানে বাংলাদেশকে হারাল নেদারল্যান্ডস। নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান করে অলআউট ডাচরা। এরপর ২৩০ রান তাড়া করতে নেমে ৪২ ওভারেই অলআউট বাংলাদেশ। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। শুরুতেই জোড়া ধাক্কা খায় ডাচরা। ৩ ও ০ রান করে ফেরেন বিক্রমজিৎ সিং ও মাক্স ও’ডড জুটি। এরপর ম্য়াচের হাল ধরেন ওয়েসলি বারসি ও স্কট এডওয়র্ডসরা। ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বাংলাদেশের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। ৮৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ডাচরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান তুলে অলআউট হল নেদারল্যান্ডস। ২৩০ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আজ কার্যত মাঠে নেমেই ভরাডুবি বাংলাদেশের। একের পর এক উইকেট হারিয়ে বেশ দুর্বল দেখাচ্ছিল বাংলাদেশকে। ঘরের মাঠ ইডেনে ওপেনিংয়ে নেমে মাত্র ৩ রান করেই প্যাভিলিয়ন ফেরেন লিটন দাস।
এরপর ম্যাচের রঙ ফেরাতে মরিয়া হয়ে ওঠেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত ৩৫ রান করেই ফিরতে হয় তাঁকে। সদ্য চোট সারিয়ে ফিরে সেই ফর্মে পাওয়া যায়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। মাত্র ৫ রান করেই ভ্যান মেকেরানের শিকার হন সাকিব। ১০ ওভারের পর থেকে উইকেটের বন্যা দেখা দেয় বাংলাদেশ শিবিরে। শেষমেষ অসময়ে হাল ধরতে নামেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহিম। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তাঁরা। ৪২.০২ ওভারেই অলআউট হয় টাইগার বাহিনী। ৮৭ রানে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে ডাচরা। .