মেলবোর্ন: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে পর পর উইকেট হারায় ভারত। মেলবোর্নে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে ছিল মেন ইন ব্লুজরা। বিরাট কোহলি ক্রিজে থাকলেও একটু একটু করে হাতের বাইরে চলে যাচ্ছিল ম্য়াচ। হার্দিককে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বিরাট। শেষ তিন ওভারে যখন ৪৮ রান বাকি, তখন ভারতের অনেক সমর্থকই ভেবেছিলেন দীপাবলির আগে পাকবধের আনন্দে মেতে ওঠা যাবে না। কিন্তু সেখান থেকে বিরাট কোহলি ‘সুপারম্যান’-এর ঢঙে ম্যাচ বের করেন। মেলবোর্নে অনবদ্য ব্যাটিং বুঝিয়ে দিয়েছে, কোহলি এখনও শেষ হয়ে যাননি। দীর্ঘ দিন পর ম্যাচ জেতানো ইনিংস দেখে ফের বিরাটবিক্রম নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্তকূল। টুইটার খুললেই মিলছে তার প্রমাণ। খেলা শেষের আগে থেকেই টুইটারে ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছিলেন কোহলি। ক্রীড়াব্যক্তিত্ব থেকে ক্রীড়াপ্রশাসক। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে নেটিজেনরা। বিরাটকে প্রশংসায় ভরিয়ে একের পর এক টুইট করেছেন তাঁরা। সেই টুইট তুলে ধরল TV9 Bangla।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ভারতের জয় নিয়ে টুইটের পাশাপাশি প্রশংসায় ভরিয়েছেন বিরাটকে। তিনি লিখেছেন, “চেজ মাস্টার বিরাট কোহলি ফিরে এসেছে।”
Turning back time! The chase master @imVkohli is back and what a match to showcase his skills. What a game we have witnessed today!
Congratulations #TeamIndia ??#INDvsPAK2022 @BCCI @ICC pic.twitter.com/3C0lU8zXfY
— Jay Shah (@JayShah) October 23, 2022
রবিন উত্থাপা, হরভজন সিং, যুবরাজ সিংয়ের মতো বিরাটের প্রাক্তন সতীর্থরাও তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ।
WHAT. A. WIN. Take a bow @imVkohli !! ?????? Amazing stuff!! So much composure and control!! Soaked up the pressure to take india through!! What a CHAMPION!!Couldn’t have been a better way to bring in Diwali!! ??
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) October 23, 2022
Kept his cool @ashwinravi99 leaving that ball for a wide !!! What a game unbelievable!!’ #indiavspak is always more than a game ‘ it’s an emotion !!! ?? greatness personified @imVkohli ?
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 23, 2022
Virat’s knock in Mohali in the #T20WorldCup against Australia was probably one of the finest I have seen and this one was probably a notch higher because of the big ground & India being 31-4. Class is always permanent and an outstanding win for Team India in a thriller #IndvsPak pic.twitter.com/HsJ5R0Caqu
— VVS Laxman (@VVSLaxman281) October 23, 2022
Singh is King @arshdeepsinghh burraaaaaahhhhh #INDvPAK
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 23, 2022
Ye bandhan toh pyar ka bandhan hai ? #INDvPAK pic.twitter.com/9Q7HcjYjaw
— Wasim Jaffer (@WasimJaffer14) October 23, 2022
Yaayyyy…Happyyy Deepawali
What an amazing game.High on emotions, but this is
probably the most brilliant T20 Innings i have ever seen, take a bow Virat Kohli . Chak De India #IndvsPak pic.twitter.com/3TwVbYscpa— Virender Sehwag (@virendersehwag) October 23, 2022
বিরাচট কোহলির প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও।
.@imVkohli, it was undoubtedly the best innings of your life. It was a treat to watch you play, the six off the back foot in the 19th over against Rauf over long on was spectacular! ?
Keep it going. ? #INDvPAK #T20WorldCup pic.twitter.com/FakWPrStMg— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2022
বিদেশের প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়রাও কোহলির প্রশংসায় পঞ্চমুখ।
If Pakistan can scramble to 150 they’ll feel confident with their pace attack on this pitch. #INDvsPAK #WCT20
— Tom Moody (@TomMoodyCricket) October 23, 2022
I think these exact words every day ? https://t.co/gxrGxE2wEu
— Marnus Labuschagne (@marnus3cricket) October 23, 2022
As good a game as I can remember seeing in T20 cricket .. Both teams bring so much .. 90 thousand at the G .. UNBELIEVABLE .. #INDvPAK #Virat?
— Michael Vaughan (@MichaelVaughan) October 23, 2022
The game of nerves today but we had it on our side by 95% and then @imVkohli showed what a world class match winning innings looks like. Well played by both teams, great match! #PakVsInd
— Shahid Afridi (@SAfridiOfficial) October 23, 2022