Virat Kohli Century: বাবা মহাকালের কৃপা? মন্দিরে মাথা নোয়াতেই ইচ্ছেপূরণ বিরাটের

১২০৫ দিন পর বিরাট ব্যাটে এসেছে টেস্ট শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন তিনি।

Virat Kohli Century: বাবা মহাকালের কৃপা? মন্দিরে মাথা নোয়াতেই ইচ্ছেপূরণ বিরাটের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 3:12 PM

আহমেদাবাদ: কর্মের সঙ্গে ধর্ম জুড়ে গেলে জন্ম হয় অটুট বিশ্বাসের। আর সেই বিশ্বাসকে সম্বল করে মানুষের মধ্যে যে আত্মবিশ্বাসের জন্ম হয় সেটাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। বিশ্বাসটাই আসল। যে বিরাট কোহলি একদিন পুজোপাঠ নিয়ে নাক সিঁটকেছিলেন, তিনিই এখন মন্দির, আশ্রমের দোরে হত্যে দিচ্ছেন। ৩৪ বছরের প্রাক্তন অধিনায়ক আড়াইটে বছর ধরে অসীম যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছেন। প্রাণাধিক প্রিয় ব্যাট ছুঁয়েও দেখেননি একমাস। ওই সময়টা ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন বিরাট (Virat Kohli)। গতবছরই সেঞ্চুরির খরা কাটিয়েছিলেন। রবিবার আমেদাবাদে বিরাট ব্যাটে টেস্ট শতরানের অপেক্ষারও অবসান ঘটেছে। অথচ বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম তিনটি টেস্টে মোটেও ছন্দে ছিলেন না কোহলি। তাহলে কোন ম্যাজিকে এল শতরান? বিরাট সেঞ্চুরির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং উজ্জয়নীর মহাকাল মন্দির। নেটিজেনদের বিশ্বাস, মহাকাল মন্দিরে মাথা ঠেকাতেই কাজ হয়েছে। শেষ হয়েছে ৩ বছর, ৩ মাস ও ১৭ দিনের সেঞ্চুরির অপেক্ষা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ইন্দোর টেস্টে হারের পরপরই উজ্জয়নীর মহাকাল মন্দিরে দেখা যায় বিরাটকে। আদুল গায়ে মন্দিরের দরজার সামনে বিরাট বসেছিলেন পুজো দিতে আসা আর পাঁচজন ভক্তের মতোই। আমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে বিরাটের শতরান এল তারপরই। দুটি ঘটনাকে মিলিয়ে দিতে চাইছেন নেটিজেনরা। কেরিয়ারের ২৮তম টেস্ট শতরান। লাল বলে তাঁর সমসাময়িক প্রতিপক্ষরা বিরাটের থেকে এগিয়ে গিয়েছেন কিছুটা। নিজের পছন্দের ফরম্যাটে রানের খোঁজ শেষ হচ্ছিল না তাঁর। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে বিরাট ব্যাটে বড় রান দেখতে চাইছিলেন সমর্থকরা। তৃতীয়দিনের শেষে ৫৯ রানে অপরাজিত ছিলেন। চতুর্থদিনের মধ্যাহ্নভোজ বিরতির পর বহু প্রতীক্ষিত সেঞ্চুরি করে লাল বলের ফরম্যাটে আরও একবার ব্যাট উঁচিয়ে ধরার সুযোগ পেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য ভারতের কাছে এই টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তাতেই জ্বলে উঠল বিরাট ব্যাট।

কেরিয়ারের ২৮তম টেস্ট শতরান। লাল বলে তাঁর সমসাময়িক প্রতিপক্ষরা বিরাটের থেকে এগিয়ে গিয়েছেন কিছুটা। নিজের পছন্দের ফরম্যাটে রানের খোঁজ শেষ হচ্ছিল না তাঁর। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে বিরাট ব্যাটে বড় রান দেখতে চাইছিলেন সমর্থকরা। তৃতীয়দিনের শেষে ৫৯ রানে অপরাজিত ছিলেন। চতুর্থদিনের মধ্যাহ্নভোজ বিরতির পর বহু প্রতীক্ষিত সেঞ্চুরি করে লাল বলের ফরম্যাটে আরও একবার ব্যাট উঁচিয়ে ধরার সুযোগ পেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য ভারতের কাছে এই টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তাতেই জ্বলে উঠল বিরাট ব্যাট।

তিন ফরম্যাটেই শতরানের নজির খুব কম ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে। ওডিআই ফরম্যাটে ৪৬টি সেঞ্চুরি বিরাটের। টি-২০তে ১টি শতরান করেছিলেন গতবছর আফগানিস্তানের বিরুদ্ধে। সচিনের ১০০তম আন্তর্জাতিক সেঞ্চুরির দিকে আরও একধাপ এগিয়েছেন। এখনও ২৫টা বাকি। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটের বন্ধুত্বের এটি ৭৫তম পূর্তি। যে কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এদেশে এসেছিলেন। কাকতালীয়ভাবে সেই টেস্টেই কেরিয়ারের ৭৫তম সেঞ্চুরি হাঁকালেন কোহলি।