IND vs AUS, BGT 2023: ভুলভাল শট খেলে আউট জাড্ডু, রেগে কাঁই সানি; হতবাক বিরাটও

Ravindra Jadeja: খারাপ শট খেলে আউট হওয়ায়, ভারতীয় তারতা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজার ওপর রেগে কাঁই ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর।

IND vs AUS, BGT 2023: ভুলভাল শট খেলে আউট জাড্ডু, রেগে কাঁই সানি; হতবাক বিরাটও
IND vs AUS, BGT 2023: ভুলভাল শট খেলে আউট জাড্ডু, রেগে কাঁই সানি; হতবাক বিরাটওImage Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 4:54 PM

আমেদাবাদ: বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টে প্রথমে দাপট দেখিয়েছে অজিরা। এ বার আমেদাবাদে দাপট দেখাচ্ছে ভারত। চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন বিরাট কোহলি (Virat Kohli) সঙ্গে ছিলেন ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দিনের শুরুটা ভালোই করেছিলেন দু’জনই। যদিও প্রথম এক ঘণ্টার মধ্যে ৩৪ রান তুলে রবীন্দ্র জাডেজার উইকেট হারিয়ে ফেলে ভারত। ছন্দে থাকা কোহলিকে যোগ্য সঙ্গে দিচ্ছিলেন জাড্ডু। কিন্তু টড মর্ফির (Todd Murphy) একটি ডেলিভারিতে ‘খারাপ’ শট খেলে সাজঘরে ফেরেন জাডেজা। মাত্র ২৮ রান করেন তিনি। এই শট দেখে রীতিমতো ক্ষেপে যান ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। এমনকি ক্রিজের অপর প্রান্তে থাকা বিরাট কোহলির চোখে মুখেও দেখা যায় রাগ ও হতাশা। জাডেজার ভুলভাল শট খেলে আউট হওয়া নিয়ে কী বললেন সানি? বিস্তারিত জেনে নিন TV9Bangla -র এই প্রতিবেদনে।

৮৪ বল খেলে ২৮ রানে ছিলেন জাডেজা। দু’টি চার এবং একটি ছক্কাও হাঁকান। ১০৭তম ওভারের শেষ বলে মার্ফি তুলে নেন জাড্ডুর উইকেট। আউট হওয়ার আগে সেই ওভারেই মর্ফিকে দু’টি চার মারেন জাডেজা। এরপর ওভারের শেষ বলে মিড অনের ওপর দিয়ে শট মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন উসমান খোয়াজার হাতে। ওই সময় কমেন্ট্রি করছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। জাডেজার এইরকম শট দেখে হতবাক হয়ে যান সানি। শুধু তাই নয়, ক্রিজে সেই সময় অপর প্রান্তে থাকা বিরাটও অবাক হয়ে তাকিয়ে থাকেন জাডেজার দিকে। রবীন্দ্র জাডেজার আউট হওয়া দেখে গাভাসকর বলেন, “আরে এটা ও কী করছে? হঠাৎ এভাবে খেলছে কেন? কেউ কী ওকে কিছু বলেছে?”

বিরাটের সঙ্গে জাডেজা চতুর্থ উইকেটে ১৭০ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। ধারাভাষ্য দিতে দিতেই সানি বলেন, “ওই রকম একটা শট খেলার কি দরকার ছিল? ওর এমন শট দেখে কোহলি মোটেও খুশি হয়নি। আমি এটাও বলতে পারি যে ড্রেসিংরুমেও কেউ এই শট দেখে খুশি হয়নি। রাহুল দ্রাবিড় নিজেও এই ধরনের শটকে মোটেও সমর্থন করবে না। ও নিজে এর আগে অনেক দায়িত্বশীল ইনিংস খেলেছে। সেই জায়গায় এই মুহূর্তে ওর দায়িত্বজ্ঞানহীন শট মেনে নেওয়া যায় না।”