Tilak Varma : সরাসরি এশিয়া কাপে ওডিআই অভিষেক! এতটা আশা করেননি তিলক

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 22, 2023 | 12:30 PM

আন্তর্জাতিক কেরিয়ারের সূচনাতেই নজর কেড়েছেন তিলক। আন্তর্জাতিক কেরিয়ার শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে এশিয়া কাপ টিমে ডাক পাওয়া তিলকের কাছে স্বপ্নের সমান।

Tilak Varma : সরাসরি এশিয়া কাপে ওডিআই অভিষেক! এতটা আশা করেননি তিলক
Image Credit source: Mumbai Indians Twitter

Follow Us

কলকাতা : এশিয়া কাপে ভারতীয় দলের সবচেয়ে বড় চমক তিলক ভার্মা (Tilak Varma)। ওডিআই ফরম্যাটে এখনও ডেবিউ হয়নি তিলকের। এই ফরম্যাটে একটিও আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এশিয়া কাপে টিমে ডাক পেয়েছেন। হায়দরাবাদের বাঁ হাতি ব্যাটার নিজেকে এশিয়া কাপ (Asia Cup 2023) টিমে দেখে চমকে গিয়েছেন। দেশের এই তরুণ ব্যাটিং সেনসেশন এশিয়া কাপে সুযোগ পাওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন। তিলক জানিয়েছেন, তিনি কোনওদিনও স্বপ্নেও ভাবেননি যে সরাসরি এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ওডিআই অভিষেক হবে তাঁর। আন্তর্জাতিক কেরিয়ারের সূচনাতেই নজর কেড়েছেন তিলক। আন্তর্জাতিক কেরিয়ার শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে এশিয়া কাপ টিমে ডাক পাওয়া তিলকের কাছে স্বপ্নের সমান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২২ সালে উঠতি ক্রিকেটার হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স দলে প্রবেশ তিলক ভার্মার। এই বাঁ হাতি ব্যাটার ২০২৩ সালের আইপিএলে মুম্বইয়ের মিডল অর্ডারের ভরসা হয়ে গিয়েছিলেন। আইপিএল শেষ হওয়ার পর রোহিত শর্মার প্রিয়পাত্র তিলককে জাতীয় দলের ডাক পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ক্যারিবিয়ান সফরে টি ২০ সিরিজে স্বপ্নের অভিষেক হয়েছে তিলকের। একটি হাফ সেঞ্চুরি, একটি অপরাজিত ৪৯ রানের ইনিংস-সহ পাঁচ ম্যাচে মোট ১৭৩ রান তোলেন। ক্যারিবিয়ান তাঁর পারফরম্যান্সে ক্রিকেট পন্ডিতরা মুগ্ধ। তাঁরা এশিয়া কাপে বার বার তিলককে দেখতে চেয়েছিলেন। টিম ম্যানেজমেন্টও এই তরুণ ব্যাটারকে ভালো পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ করে দিয়ে।

আপ্লুত তিলক বলেছেন, “সরাসরি এশিয়া কাপে জায়গা পাব বলে ভাবিনি। তাও আবার ওডিআই ফরম্যাটে। দেশের হয়ে ওডিআই ফরম্যাটে খেলার স্বপ্ন দেখে এসেছি বরাবর। কিন্তু এই সুযোগ আমার কাছে অনেক বড়। এসবের স্বপ্ন দেখতাম। সদ্য টি ২০তে অভিষেক হয়েছে। হঠাৎ করে পরের মাসেই এশিয়া কাপের জন্য ডাক পেলাম। এটাও আমার স্বপ্ন ছিল (এশিয়া কাপে খেলা)। আমি এর প্রস্তুতিতে লেগে পড়েছি।” টি ২০-র মতো ওডিআইতেও ভালো পারফরম্যান্স করতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিলক। হায়দরাবাদের হয়ে লিস্ট এ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তাঁকে সাহায্য করবে বলে মনে করছেন তিলক।

মুম্বই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা তাঁর ক্যাপ্টেন। এশিয়া কাপে রোহিতের তত্ত্বাবধানে খেলবেন তিলক। আইপিএলে শুরুর দিকে কী বলে ক্যাপ্টেন তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন সে কথা ফাঁস করেছেন তিলক। তিনি বলেন, “সবসময় রোহিত ভাইয়ের সাহায্য পেয়েছি। আইপিএলের শুরুর দিকে সামান্য নার্ভাস ছিলাম। তখন তিনি আমার কাছে এসে বলেছিলেন,’খেলাটাকে উপভোগ করো। যখনই মনে হবে কথা বলার প্রয়োজন রয়েছে নির্দ্বিধায় এসো বা টেক্সট করো। তোমার জন্য সবসময় আছি।’ যে কারণে আইপিএলে নিজেকে তুলে ধরতে পেরেছিলাম। এখন সব জায়গায় নিজেকে মেলে ধরছি। আমি প্রয়োজনে ওনার সঙ্গে কথা বলি। খেলাটিকে উপভোগ করার কথা বলেছিলেন। সেটাই করছি।” মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২৫টি ম্যাচে ৩৮.৯৫ গড়ে ৭৪০ রান করেছেন তিলক।

Next Article