কলকাতা: দেখতে দেখতে বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের খেলা শেষের পথে। মেগা টুর্নামেন্টের ফাইনাল ১৯ নভেম্বর। আজ লখনউতে মুখোমুখি নেদারল্যান্ডস ও আফগানিস্তান। আগামিকাল শনিবার রয়েছে বিশ্বকাপের জোড়া ম্যাচ। ক্রিকেট প্রেমীরা শনি-সকালে প্রথমে দেখবেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের (New Zealand vs Pakistan) লড়াই। তারপর দুপুর জমবে বিশ্বকাপে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার (England vs Australia) ম্যাচ দেখে। নিউজিল্যান্ড এবং পাকিস্তান এখনও অবধি টুর্নামেন্টে ৭টি করে ম্যাচ খেলেছে। আর গ্রুপ পর্বে তাদের ২টি করে ম্যাচ বাকি। অবশ্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে এখনও অবধি ৬টি করে ম্যাচ খেলেছে। তাই তাদের বাকি ৩টি করে ম্যাচ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন শনিবার বিশ্বকাপের জোড়া ম্যাচ কখন, কোথায়, কীভাবে দেখবেন।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ ২টি অনুষ্ঠিত হবে আগামিকাল, ৪ নভেম্বর অর্থাৎ শনিবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচটি শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। তার আগে সকাল ১০টা নাগাদ টস হবে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচগুলির লাইভ টেলিকাস্ট কোথায় হবে?
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচগুলির লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে)।