NZ vs PAK & ENG vs AUS, ICC World Cup 2023 Highlights: সেমিফাইনাল নিশ্চিত প্রোটিয়াদের, ‘অ্যাসেজ’ জিতল অজিরা
New Zealand vs Pakistan & England vs Australia, ICC world Cup 2023 Live Score Updates: ওডিআই বিশ্বকাপে আজ শনিবার জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং বাবর আজমের পাকিস্তান। এরপর দিনের দ্বিতীয় ম্যাচ হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে। এই জোড়া ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।
শনিবাসরীয় বিশ্বকাপে (ICC World Cup 2023) ছিল ডাবল হেডার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং বাবর আজমের পাকিস্তান (NZ vs PAK)। হারের হ্যাটট্রিকের পর পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল কিউয়িরা। প্রথমে ব্যাট করে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। তাতেও অবশ্য স্বস্তি হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইসে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়। নিউজিল্যান্ডের হারের পরই সেমিফাইনাল নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। ইডেনে ভারতের বিরুদ্ধে নামার আগেই শেষ চারে প্রোটিয়ারা। দিনের দ্বিতীয় ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অ্যাসেজ। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (ENG vs AUS) ম্যাচ। দুই দলের পরিস্থিতি ছিল একেবারে উল্টো। পরিস্থিতি বদলাল না। টানা পাঁচ ম্যাচে জয় অস্ট্রেলিয়ার। আরও একটা হারে সরকারি ভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই জোড়া ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ICC World Cup: জাম্পার জবাব নেই!
ব্যাটিংয়ে অবদান রাখলেন, বোলিংয়েও লা-জবাব। জাম্পার জবাব নেই! অন্তত ইংল্যান্ড খুঁজে পেল না। বিস্তারিত পড়ুন: অস্ট্রেলিয়ার অনবদ্য জয়, লজ্জা বাড়ল চ্যাম্পিয়নদের
-
ICC ODI World Cup: ফের উইকেট!
একের পর এক উইকেট। এ বার মোইন আলিকে ফেরালেন অ্য়াডাম জাম্পা। ছক্কা হাঁকাতে গিয়ে ওয়ার্নারের হাতে ধরা দেন মোইন।
-
-
ICC ODI World Cup: কামিন্সের সাফল্য!
লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন প্যাট কামিন্স।
-
ICC ODI World Cup: সাফল্য পেলেন জাম্পা
বেন স্টোকসকে ফেরালেন অ্যাডাম জাম্পা। ৬৪ রান করেই প্য়াভিলিয়নে ফিরতে হল তাঁকে।
-
ICC ODI World Cup: ফের উইকেট হারাল ইংল্যান্ড
ডেভিড মালানের উইকেট হারাল ইংল্যান্ড।
-
-
ICC ODI World Cup: বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতল পাকিস্তান
ডিএলএসে ২১ রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে জিতস পাকিস্তান।
-
ICC ODI World Cup: শুরুতেই ধাক্কা!
১১ রানের মাথায় ১ উইকেট হারাল ইংল্যান্ড। বেয়ারস্টোকে ফেরাবেন স্টার্ক।
-
ICC ODI World Cup: অবশেষে শুরু হল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
শুরু হল পাক-কিউয়ি ম্যাচ। বৃষ্টির কারণে ওভার কমে হল ৪১।
-
ICC World Cup: অজিদের ইনিংস শেষ
৩ বল বাকি থাকতেই অলআউট হল অজিরা। ইংল্যান্ডকে ২৮৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া।
-
ICC World Cup: গ্রিন আউট
ক্যামেরন গ্রিনের উইকেট তুলে নিলেন ডেভিড উইলি। ৪৭ রান করে মাঠ ছাড়লেন গ্রিন।
-
ICC World Cup: বৃষ্টির কারণে থমকে পাক-কিউয়িদের ম্যাচ
বৃষ্টির কারণে থমকে গিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ। ২১.৩ ওভার অবধি খেলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে। এই সময় পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১৬০।
-
ICC World Cup: ফখরের সেঞ্চুরি
কিউয়িদের বিরুদ্ধে ৬৩ বলে শতরান পূর্ণ করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামান।
-
ICC World Cup: ফখরের হাফসেঞ্চুরি
১৪তম ওভারের তৃতীয় বলে ইশ সোধিকে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ফখর জামান। ৩৯ বলে অর্ধশতরান ফখরের।
-
ICC World Cup: লাবুশেনের হাফসেঞ্চুরি
ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন মার্নাস লাবুশেন।
-
ICC World Cup: স্মিথ আউট
স্টিভ স্মিথের উইকেট তুলে নিলেন রশিদ খান। তৃতীয় ধাক্কা খেল অজিরা। ৫২ বলে ৪৪ রান করে মাঠ ছাড়লেন স্মিথ।
-
ICC World Cup: রান তাড়া করতে নামল পাকিস্তান
টার্গেট ৪০২। রান তাড়া করতে নামল পাকিস্তান। ফখর জামান ও আবদুল্লা শফিক।
-
ICC World Cup: চিন্নাস্বামীতে বৃষ্টি
নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর চিন্নাস্বামীতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় ইনিংস বিরতির পর খেলা এখনও শুরু হয়নি।
-
ICC World Cup: অস্ট্রেলিয়ার পাওয়ার প্লে শেষ
- অস্ট্রেলিয়ার পাওয়ার প্লে শেষ
- অজিরা প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে তুলেছে ৪৮ রান
- ১০ ওভার শেষে মার্নাস লাবুশেন রয়েছেন ৫ রানে। আর স্টিভ স্মিথ রয়েছেন ১৩ রানে
-
ICC World Cup: কিউয়িরা থামল ৪০১ রানে
বাবর আজমের পাকিস্তানকে ৪০২ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ভর করে বড় রান তুলেছে কিউয়িরা। ক্যাপ্টেন কেন ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। চলতি বিশ্বকাপে কিউয়িদের করা সবচেয়ে বেশি রান এটি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছে নিউজিল্যান্ড।
-
ICC ODI World Cup: শুরুতেই ধাক্কা!
প্রথম উইকেটের দেখা পেল ইংল্যান্ড। ট্রাভিস হেডকে ফেরালেন ওকস।
-
ICC World Cup: মিচেলকে ফেরালেন হ্যারিস
ড্যারিল মিচেলের উইকেট তুলে নিলেন হ্যারিস রউফ। ১৮ বলে ২৯ রান করে ড্রেসিংরুমে ফিরলেন মিচেল।
-
ICC World Cup: মিচেল-চ্যাপম্যান জুটিতে এগোচ্ছে কিউয়িরা
২৮ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূর্ণ করলেন মিচেল-চ্যাপম্যান।
-
ICC World Cup: রাচিন ফিরলেন প্যাভিলিয়নে
বিধংবসী রাচিন রবীন্দ্রকে ফেরালেন মহম্মদ ওয়াসিম। ৯৫ বলে ১০৮ রান করে মাঠ ছাড়লেন রাচিন রবীন্দ্র। কিউয়িরা হারাল তৃতীয় উইকেট।
-
ICC World Cup: ক্যাপ্টেন কেনের সেঞ্চুরি মিস
পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে কিউয়িদের হয়ে দ্বিতীয় শতরানের সামনে ছিলেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। কিন্তু ৯৫ রান করে মাঠ ছাড়লেন কেন। ইফতিকার আহমেদ তুলে নিলেন কেনের উইকেট। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন কেন।
-
ICC World Cup: রাচিনের সেঞ্চুরি
চলতি বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় শতরান করলেন রাচিন রবীন্দ্র। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে শতরান রাচিনের। ৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন ২৩ বছর বয়সী রাচিন।
-
ICC World Cup: জোড়া সেঞ্চুরির অপেক্ষা
দুরন্ত ছন্দে এগিয়ে চলেছেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। দু’জনই এগিয়ে চলেছেন সেঞ্চুরির দিকে। ৩২তম ওভার শেষে রাচিন রয়েছেন ৯৪ রানে। কেন রয়েছেন ৮৯ রানে।
-
ICC World Cup: কেনের হাফসেঞ্চুরি
৪৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেন উইলিয়ামসন। এর আগে কেন ১৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ৭৮ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। তারপর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। আজ তিনি ফিরেছেন পাকিস্তানের বিরুদ্ধে। এ বার দেখার কত রান করতে পারেন তিনি।
-
ICC World Cup: ২৫ ওভার শেষ কিউয়িদের
- ইনিংসের মাঝপথে কিউয়িরা
- ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৬৮
- ক্রিজে রাচিন রবীন্দ্র (৭০*) ও কেন উইলিয়ামসন (৪৮*)
-
ICC World Cup: রাচিনের হাফসেঞ্চুরি
রাচিন রবীন্দ্র ৫১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি রাচিন। কিন্তু আর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাচিন। এ বার দেখার পাকিস্তানের বিরুদ্ধে তিনি কত রান করতে পারেন। আপাতত তিনি ভালো ছন্দেই এগোচ্ছেন।
-
ICC World Cup: পাকিস্তানকে প্রথম উইকেট দিলেন হাসান
৩৯ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন ডেভন কনওয়ে। পাকিস্তানকে প্রথম উইকেট দিলেন হাসান আলি।
-
ICC World Cup: পাওয়ার প্লে শেষ
- নিউজিল্যান্ডের পাওয়ার প্লে শেষ
- প্রথম ১০ ওভারে বিনা উইকেটে কিউয়ি ওপেনাররা তুলেছেন ৬৬ রান
-
ICC World Cup: ভালো শুরু কিউয়িদের
নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ। ভালো শুরু করেছেন কিউয়ি ওপেনাররা।
-
ICC World Cup: কিউয়িদের ইনিংস শুরু
শুরু হল নিউজিল্যান্ডের ইনিংস। ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
-
ICC World Cup: বেঙ্গালুরুতে যে মাইলস্টোন গড়তে পারেন দুই দলের ক্রিকেটাররা
New Zealand vs Pakistan, ICC ODI World Cup 2023: বাবর আজমরা ৪ ম্যাচ হারার পর বাংলাদেশকে ইডেন গার্ডেন্সে হারিয়ে জয়ে ফিরেছে। পাকিস্তান এখনও টিকে রয়েছেন সেমিফাইনালের লড়াইয়ে। আর আজ কিউয়িদের হারালে সেই পথে আরও এগোবে পাকিস্তান। শেষ চারে জায়গা মজবুত করার জন্য তাই পাকিস্তানকে হারাতেই হবে কিউয়িদের।
পড়ুন বিস্তারিত – ICC World Cup 2023: শনি-সকালে কিউয়ি-গ্রিন আর্মি দ্বৈরথে বোল্ট-হাসানরা যে মাইলস্টোন গড়তে পারেন…
-
ICC World Cup: টস আপডেট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Published On - Nov 04,2023 9:30 AM