ICC World Cup Qualifier 2023 : বিশ্বকাপ কোয়ালিফায়ারে পুরান-হোপের জোড়া সেঞ্চুরি, ১০১ রানে জিতল ক্যারিবিয়ানরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 22, 2023 | 9:37 PM

Nicholas Pooran Century : নেপালের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকালেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার নিকোলাস পুরান ও সাই হোপ।

ICC World Cup Qualifier 2023 : বিশ্বকাপ কোয়ালিফায়ারে পুরান-হোপের জোড়া সেঞ্চুরি, ১০১ রানে জিতল ক্যারিবিয়ানরা
Image Credit source: Twitter

Follow Us

হারারে: বিশ্বকাপ কোয়ালিফায়ার (ICC World Cup Qualifier 2023) জমিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ক্যারিবিয়ানরা। বৃহস্পতিবার ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল ম্যাচ। ধারেভারে অনেক পিছিয়ে থাকা নেপালের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি হাঁকাল ক্যারিবিয়ানরা। নিকোলাস পুরান (Nicholas Pooran) ও সাই হোপের ব্যাটে দুরন্ত শতরান এসেছে। একটা সময় ৫৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও সাই হোপের দলের হাল ধরেন। চতুর্থ উইকেটে দু’জনের জুটিতে ২১৬ রানের রেকর্ড পার্টনারশিপ এসেছে। পুরান ১১৫ রানের ইনিংস খেললেন। দলের ক্যাপ্টেন এবং উইকেটকিপার ব্যাটার সাই হোপ ১৩২ রানের ইনিংস খেলেন। এই দুই শতরানে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৯ রান তোলে। ম্যাচটি ১০১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ক্যারিবিয়ানরা। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

২০২৩ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন পুরান। ১৬টি ম্যাচে ৩৫৮ রান ওঠে তাঁর ব্যাটে। ২০২৩ আইপিএলে ২৬টি ছক্কা ও ২৬টি হাঁকিয়েছিলেন। বৃহস্পতিবার দেশের জার্সিতে বহুদিন পর সেঞ্চুরি হাঁকালেন। শতরানের জন্য খরচ করেছেন ৮১ বল। ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রানের ইনিংস। ১০টি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংস। দুটো শতরানের মধ্যে পুরানের ইনিংস দর্শককে সবচেয়ে বেশি বিনোদন দিয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে নেপাল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নেপালের পরিকল্পনা খেটেও গিয়েছিল। ১৬ ওভারের মধ্যে ৫৫ রানে তিনটি উইকেট পড়ে যায়। সাই হোপ ও পুরান মিলে নেপালের বোলারদের কাঁদিয়ে ছাড়লেন। দু’জনের পার্টনারশিপে ২১৬ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ।

ওডিআই ক্রিকেটে চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় পার্টনারশিপ 

  • ২২৬ রান: শিবনারায়ণ চন্দ্রপল ও কার্ল হুপার, ১৯৯৯
  • ২১৬ রান : সাই হোপ এবং নিকোলাস পুরান, ২০২৩
  • ২১১ রান : ডোয়েন ব্র্যাভো ও এডওয়ার্ডস, ২০১৪
  • ১৯২ রান : দীনেশ রামদীন ও মার্লোন স্যামুয়েলস, ২০১৬
Next Article