মেলবোর্ন: সোমবারই ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) চিফ এগজিকিউটিভ পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন নিক হোকলে (Nick Hockley)। এতদিন অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলালেও, এ বার পুরোপুরি ভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট প্রশাসকের দায়িত্বে এলেন তিনি। আরব আমিরশাহিতে হবে আইপিএল চোদ্দর বাকি ৩১টি ম্যাচ। সেপ্টেম্বরে অনুষ্ঠিত আইপিএলের বাকি ৩১ ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলবেন কিনা তা নিয়ে চিন্তাভাবনা করবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন নিক হোকলে।
আজই নিজেদের ঘরে ফিরেছেন আইপিএল (IPL) খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। নিক হোকলে বলেন, ‘আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে আমাদের দেশের ক্রিকেটাররা অংশ নেবে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব। সদ্য আমাদের দেশের ক্রিকেটাররা আইপিএল খেলে নিজেদের ঘরে ফিরল। এখনও ওরা পরিবারের সঙ্গে সময় কাটাবে। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। তারপর আইপিএল নিয়ে ভেবে দেখব।’
আইপিএলের বাকি ম্যাচগুলো যখন খেলা হবে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোনও খেলা নেই। তবে দিনের পর দিন বায়ো-বাবলে থাকার ফলে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের অনেক ব্যাঘাত ঘটেছে। আইপিএল শেষ হওয়ার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আইপিএল খেললে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য আলাদা করে আর বায়ো-বাবলে থাকতে হবে না। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: খোলা চিঠিতে রিয়ালকে তোপ জিদানের