Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nishant Sindhu : IPL এ ধোনির দলে উপেক্ষিত, দলীপে সুযোগ পেয়েই সেঞ্চুরি নিশান্ত সিন্ধুর

Duleep Trophy 2023 : এ বারের দলীপ ট্রফিতে নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে খেলছে নর্থ জোন। সেখানেই নর্থ জোনের হয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন নিশান্ত সিন্ধু। যিনি এ বারের আইপিএলে সিএসকে টিমে ছিলেন।

Nishant Sindhu : IPL এ ধোনির দলে উপেক্ষিত, দলীপে সুযোগ পেয়েই সেঞ্চুরি নিশান্ত সিন্ধুর
আইপিএলে উপেক্ষিত ছিলেন ধোনির দলের তারকা, দলীপ ট্রফিতে সুযোগ পেয়েই সেঞ্চুরি নিশান্ত সিন্ধুরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 3:40 PM

বেঙ্গালুরু : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা নিশান্ত সিন্ধু (Nishant Sindhu) ১৬তম আইপিএলে (IPL) ছিলেন চেন্নাই সুপার কিংসে। ৬০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিলাম থেকে নিয়েছিল সিএসকে। মহেন্দ্র সিং ধোনি একাধিক তরুণ ক্রিকেটারদের আইপিএলে সিএসকের হয়ে খেলার সুযোগ দিয়েছেন। কিন্তু শিকে ছেঁড়েনি নিশান্তের। ১৬তম আইপিএলটা তাই বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। এ বার দলীপ ট্রফিতে সুযোগ পেয়েই নিশান্ত নিজেকে প্রমাণ করলেন। নর্থ জোনের হয়ে দলীপ ট্রফিতে ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিশান্ত। আইপিএলে উপেক্ষার জবাবই যেন ব্যাট হাতে দিলেন নিশান্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দলীপ ট্রফিতে সেঞ্চুরি নিশান্ত সিন্ধুর

এ বারের দলীপ ট্রফিতে নর্থ জোনের হয়ে খেলছেন নিশান্ত সিন্ধু। ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন নিশান্ত সিন্ধু। প্রথম দিনের শেষে তিনি ৭৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে খেলে এটি নিশান্ত সিন্ধুর তৃতীয় সেঞ্চুরি। একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে নিশান্তের নামে রয়েছে ৩টি হাফসেঞ্চুরিও। শেষ অবধি ১৫০ বলে ২৪৫ রান করে মাঠ ছাড়েন নিশান্ত। এই ইনিংসের পথে নিশান্তের ব্যাটে এসেছে ১৮টি চার ও ৩টি ছয়।

ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সহঅধিনায়ক ছিলেন নিশান্ত সিন্ধু

২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য নিশান্ত সিন্ধু। তিনি ভারত অধিনায়ক যশ ধুলের সহঅধিনায়কও ছিলেন তিনি। যখন যশ ধুলের করোনা হয়েছিল, তখন নিশান্ত টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়নও বানান নিশান্ত। বল হাতেও তিনি বেশ ভালো।

সিএসকেতে ১৬তম আইপিএল নিশান্ত সিন্ধুর কেটেছে বেঞ্চে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর আইপিএল-২০২৩ এর নিলামে নিশান্ত সিন্ধুকে কেনে সিএসকে। যদিও ১৬তম আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে তাঁর ডেবিউ হয়নি। পুরো মরসুম তাঁর কেটেছে বেঞ্চে। এ বার দলীপ ট্রফিতে সুযোগ পেয়ে তা হেলায় যেতে দেননি নিশান্ত। দলীপে শতরান করে তাই চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টকেও যেন তাঁকে উপেক্ষার জবাব দিয়েছেন নিশান্ত।