IPL 2023: তপ্ত ওয়াংখেড়ের উত্তাপ বাড়াল নীতীশ-হৃতিকের বাক্য বিনিময়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 16, 2023 | 5:49 PM

MI vs KKR, IPL 2023: রবি-বিকেলে ১৬তম আইপিএলের ম্যাচে ওয়াংখেড়ের উত্তাপ বাড়ালেন নীতীশ রানা (Nitish Rana) ও হৃতিক শোকিন (Hrithik Shokeen)।

IPL 2023: তপ্ত ওয়াংখেড়ের উত্তাপ বাড়াল নীতীশ-হৃতিকের বাক্য বিনিময়
IPL 2023: তপ্ত ওয়াংখেড়ের উত্তাপ বাড়াল নীতীশ-হৃতিকের বাক্য বিনিময়
Image Credit source: IPL Website

Follow Us

মুম্বই: রবি-বিকেলে আইপিএলের (IPL 2023) ডাবল হেডারের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে নীতীশ রানার (Nitish Rana) কেকেআরকে। বিকেলের ম্যাচ মানেই উত্তপ্ত আবহাওয়া। প্রচণ্ড গরমে মাথা গরম হওয়ার মতো অবস্থাই তৈরি হচ্ছে। তার মধ্যে ম্যাচ যখন থাকে মুম্বই ও কলকাতার, তা দুই শহরের ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উত্তেজনা তৈরি করে। রবি-বিকেলে তপ্ত ওয়াংখেড়ের উত্তাপ আরও বাড়ালেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা ও মুম্বইয়ের ডান হাতি তরুণ বোলার হৃতিক শোকিন (Hrithik Shokeen)। ঠিক কীভাবে ওয়াংখেড়েতে উত্তাপ বাড়ালেন নীতীশ-হৃতিক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়াংখেড়েতে আজ আলাদা মেজাজে দেখা গিয়েছে নাইট নেতাকে। নবম ওভারের প্রথম বলে হৃতিক শোকিন ফেরান নীতীশকে। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নেন রমনদীপ সিং। নীতীশ আউট হয়ে মাঠ ছাড়ার সময় হৃতিকের সঙ্গে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। আসলে, কেকেআর অধিনায়কের উইকেট নিয়ে তাঁকে কিছু একটা বলেন হৃতিক। যা শুনে মেজাজ ঠাণ্ডা রাখতে পারেননি রানা। হৃতিককে পাল্টা জবাব দেন নীতীশও। এই তর্কাতর্কি যাতে বেশিদূর না এগোয়, তাই তাঁদের থামাতে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন সূর্যকুমার যাদব ও পীয়ুষ চাওলা।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁদের বাক্য বিনিময়ের সেই ক্লিপিংস। যা থেকে পরিষ্কার ছাপার অযোগ্য ভাষায় দু’জনই একে অপরকে গালিগালাজ করেছেন। প্রসঙ্গত, নীতীশ ও হৃতিক দু’জনই দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। একই দলে খেলার পরও অতীতেও তাঁদের কখনই বনিবনা হয়নি। সেই ছবি এ বার দেখা গেল আইপিএলের মঞ্চেও।

 

Next Article