Rohit Sharma : বিশ্বকাপে কেউ ‘অটোমেটিক চয়েস’ নয়! রাহুল-শ্রেয়সদের বার্তা রোহিতের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 11, 2023 | 8:35 AM

বিশ্বকাপের জন্য অটোমেটিক চয়েস ভেবে না নেয়। সবাইকে লড়ে জায়গা আদায় করে নিতে হবে। বলে দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

Rohit Sharma : বিশ্বকাপে কেউ অটোমেটিক চয়েস নয়! রাহুল-শ্রেয়সদের বার্তা রোহিতের

Follow Us

কলকাতা : ওডিআই বিশ্বকাপের মতো মেগা আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে ভারতে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম আয়োজক দেশ। সারা বিশ্বের নজর ভারত ও ভারতীয় দলের দিকে। ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বজয় করার জন্য কেমন দল গড়বে ভারত, জানতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যেই দেশ বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতো করে ভারতীয় দল বেছে নিচ্ছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জসপ্রীত বুমরার মতো নামগুলি যেখানে কমন। এই সিনিয়র ক্রিকেটারদের ছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের কথা ভাবাও যায় না। চোট পাওয়া লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারকে বিশ্বকাপ দলে দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্যকুমার যাদবকে ওডিআইতে টি ২০ ফরম্যাটের রূপে দেখতে চাইছে বিসিসিআই। তবে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বলে দিচ্ছেন, কেউ যেন নিজেকে বিশ্বকাপের জন্য অটোমেটিক চয়েস ভেবে না নেয়। সবাইকে লড়ে জায়গা আদায় করে নিতে হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে ভারতীয় দলের অটোমেটিক চয়েস কে? রোহিত শর্মা বলছেন, ‘কেউ না। এমনকী আমি নিজেকেও অটোমেটিক চয়েস ভাবি না।’ প্রসঙ্গ উঠেছিল লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের সিলেকশন নিয়ে। ভারতীয় দলের ক্যাপ্টেন তার উত্তরে বলেছেন, “এটুকু বলব, কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা জানেন যে তাঁদের বিশ্বকাপে খেলতে হবে। একইসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। এশিয়া কাপে আমরা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব। জিততেই চাইব, একইসঙ্গে অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়াটা জরুরি। শ্রেয়স এবং কেএল বড়সড় চোট সমস্যার জন্য চারমাস ধরে দলের বাইরে। আমিও একবার অস্ত্রোপচারের টেবলে গিয়েছি। তাই ওদের পরিস্থিতিটা আন্দাজ করতে পারছি। এখন দেখতে হবে ওরা কী করছে, কতটা রেসপন্ড করছে। কয়েকদিনের মধ্যেই এর উত্তর আমরা পেয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে কী কেউ অটোমেটিক চয়েস নয়। সবাইকে লড়ে জায়গা আদায় করে নিতে হবে। “

রোহিত আরও বলেছেন, “এশিয়া কাপে দলের কয়েকজন ব্যাটারকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে চাপের মুখে ভালো ব্যাট করতে দেখতে চাই। একটা বা দুটো নামের থেকে একঝাঁক বিকল্প থাকাটা সবসময় জরুরি। আশা করি ওরা (শ্রেয়স, রাহুল) সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবে। এটাই সবচেয়ে জরুরি। চারমাস ধরে এনসিএ-তে থেকে পরিশ্রম করছে। পজিটিভ দেখাচ্ছে। আমরা আশা করতেই পারি।”

Next Article