Kapil Dev: কেউ জায়গা থেকে নড়বে না, বিশ্বকাপে এমন হুঁশিয়ারি!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 21, 2023 | 8:30 AM

1983 World Cup: পরিস্থিতি এত খারাপ হবে প্রত্যাশা করেনি ভারতীয় টিম। মাত্র ১৭ রানের মধ্যেই ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ক্রিজে নামেন অধিনায়ক কপিল দেব।

Kapil Dev: কেউ জায়গা থেকে নড়বে না, বিশ্বকাপে এমন হুঁশিয়ারি!
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেটে আইকনিক ছবিগুলির মধ্যে একটি, লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ হাতে কপিল দেব। ১৯৮৩ সালের সেই বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। নতুন প্রজন্মের অনেকেই ক্রিকেটে আকর্ষিত হয়েছিলেন। অথচ টুর্নামেন্টের শুরুতে অতি বড় সমর্থকও ভাবতে পারেননি ভারত চ্যাম্পিয়ন হতে পারে। ১৯৮৩ সালের বিশ্বকাপে রূপকথা লেখা হয়েছিল। রয়েছে নানা মুহূর্তও। এমনই এক মুহূর্তের কথা জানিয়েছেন, ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের টিম ম্যানেজার মানসিং। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। শুধু তাই নয়, অলরাউন্ড পারফরম্যান্সও ছিল ক্যাপ্টেনের। এর মধ্যে উল্লেখযোগ্য সেই মহাকাব্যিক ইনিংস। জিম্বাবোয়ের বিরুদ্ধে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক। সেই ম্যাচে মাঠের বাইরেও একটা ঘটনা ছিল।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হত ভারতকে। যদিও পরিস্থিতি এত খারাপ হবে প্রত্যাশা করেনি ভারতীয় টিম। মাত্র ১৭ রানের মধ্যেই ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ক্রিজে নামেন অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার বিষয়, সে সময় বিবিসি-র স্ট্রাইক চলছিল। ফলে এই ম্যাচের কোনও ক্লিপিংস নেই। সেই মহাকাব্যিক ইনিংস দেখার সুযোগ হয়নি। ১৭ রানে পাঁচ উইকেট পরিস্থিতিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক কপিল দেব।

কপিল দেবের সেই ইনিংসের সময়ই ঘটনাটি ঘটেছিল। সে সময় টিম ম্যানেজারের ক্ষমতা ছিল অনেক বেশি। প্লেয়াররা তাঁকে সমীহ করতেন। কপিল দেব অনবদ্য ব্যাটিং করছেন দেখে তৎক্ষণাৎ টিমের যে প্লেয়ার এবং টিমের অন্যান্য যাঁরা স্ট্যান্ডে ছিলেন, তাঁদের কাউকে জায়গা থেকে নড়তে দেননি। প্লেয়ারদের অনেকে প্রকৃতির ডাকে সাড়া দিতেও যেতে পারেননি, কেন না কপিল দেব আউট হলে! ক্যাপ্টেনের সেই ইনিংসের সৌজন্যে ভারত ম্যাচ জেতে। শেষ অবধি সারা বিশ্বকে চমকে দিয়ে চ্যাম্পিয়নও হয় ভারত। নতুন ইতিহাস লেখা হয় ভারতীয় ক্রিকেটে।

Next Article