Indian Cricket: দুই সুপারস্টার বাদ! এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
Asia Cup 2025: পাকিস্তান ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা করে দিল। এশিয়া কাপ এবং আরব আমির শাহিতে একটি ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি দুই সুপারস্টারের!

এশিয়া কাপের এখন শুধুই অপেক্ষা মাত্র। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ৮ দেশের এই টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। আরব আমির শাহিতে হবে এ বারের এশিয়া কাপ। টুর্নামেন্টের আয়োজক যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডই। মঙ্গলবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হতে পারে ভারতের। এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা করে দিল। এশিয়া কাপ এবং আরব আমির শাহিতে একটি ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি দুই সুপারস্টারের!
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বারের এশিয়া কাপও তাই টি-টোয়েন্টি ফরম্যাটেই। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের তিন তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা দেশের জার্সিতে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। পাকিস্তান গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ায় বিশ্বকাপ পরবর্তী সময়ে স্কোয়াডে নানা পরিবর্তন হয়েছে। বাবর, রিজওয়ানরা এরপরও সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ বার এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলেছেন। কিন্তু পর্যাপ্ত সুযোগেও পারফরম্যান্স করতে পারেননি।
মনে করা হয়েছিল, অভিজ্ঞতার কথা মাথায় রেখেই দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও কিপার-ব্যাটার রিজওয়ানকে সুযোগ দেওয়া হবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন বার্তা দিয়ে দিল, বিশ্বকাপের ভাবনাতেও নেই বাবর-রিজওয়ান। এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা।
