IPL 2025, DC: আইপিএলের বাকি ম্যাচে নেই দিল্লির তারকা পেসার! এল বড় আপডেট
Delhi Capitals: দেশে নিরাপত্তার কারণে একঝাঁক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যে কারণে আইপিএলও স্থগিত করা হয় সাময়িক। যদিও বোর্ড ইতিমধ্যেই নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে। নির্দিষ্ট বা বলা ভালো সীমিত ভেনুতে বাকি ম্যাচগুলি করার ভাবনা বোর্ডের। অপেক্ষা সরকারের সবুজ সংকেতের।

কলকাতা: ভারত ও পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নিরাপত্তার কারণেই দেশের একাধিক এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট। সীমান্তবর্তী এলাকা গুলিতে সতর্ক সেনা। পহেলগাঁওয়ে জঙ্গিরা হত্যা করেছিল নিরীহ পর্যটকদের। এর পর থেকেই ক্ষোভে জ্বলছিল দেশ। জবাবের অপেক্ষা ছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দিয়েছে ভারতীয় সেনা। দেশে নিরাপত্তার কারণে একঝাঁক বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যে কারণে আইপিএলও স্থগিত করা হয় সাময়িক। যদিও বোর্ড ইতিমধ্যেই নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে। নির্দিষ্ট বা বলা ভালো সীমিত ভেনুতে বাকি ম্যাচগুলি করার ভাবনা বোর্ডের। অপেক্ষা সরকারের সবুজ সংকেতের।
বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধরমশালা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে পঞ্জাব ইনিংসের মাঝপথেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। আইপিএল স্থগিত হওয়ায় বিদেশি ক্রিকেটারদের বেশিরভাই নিজের নিজের দেশে ফিরেছেন। আইপিএলের নতুন সূচি কী হবে, তারই অপেক্ষা। যদিও বেশ কয়েকজন বিদেশিকে পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।
জুনের ১১ তারিখ থেকে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্টার্ক এবং তাঁর স্ত্রী অ্যালিসা হিলি দেশে ফিরেছেন। সেখানে বলা হয়েছে যে, স্টার্কের ম্যানেজার ইঙ্গিত দিয়েছেন যে আইপিএল ২০২৫ পুনরায় শুরু হলেও স্টার্ককে পাওয়ার সম্ভাবনা কম। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই এমন পরিস্থিতি। এর জন্য বড় সমস্যায় পড়তে হতে পারে দিল্লি ক্যাপিটালসকে। তাদের প্লে-অফের রাস্তায় এখন সব ম্যাচই নকআউট। এ বারের আইপিএলে দিল্লির পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন স্টার্ক। এখনও অবধি ১২টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন।





