কলকাতা: ঘরের মাঠে প্রবল সমালোচনার মুখে পড়েছেন রোহিত শর্মা ও তাঁর দলবল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই হেরে বসেছে ভারত। হায়দরাবাদের উইকেট স্পিন সহায়ক ছিল। তাও কেন ২৮ রানে বেন স্টোকসের টিমের কাছে হারতে হল ভারতকে? এ নিয়ে যখন ময়নাতদন্ত চলছে, তখন বিরাট কোহলি খবরের শিরোনামে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় টিম থেকে ছুটি নিয়েছেন দিল্লির ক্রিকেটার। ভাবা হচ্ছিল, স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) সন্তানসম্ভবা বলেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট (Virat Kohli)। কিন্তু আসল কারণ নাকি তা নয়। টুইটারে একজন দাবি করেছেন, অন্য কারণে ভারতীয় টিম থেকে সাময়িক ছুটি নিয়েছেন বিরাট। কী সেই কারণ?
সোশ্য়াল মিডিয়ায় ওয়ালিদ বিন আব্দুল অজ় নামের ব্যক্তি অন্য একটি কারণ সামনে নিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বিরাটের মা সরোজ কোহলি অসুস্থ। যে কারণে তিনি সিরিজের প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। যাঁরা কোহলিকে ব্যক্তিগত ভাবে চেনেন, তাঁরা কিন্তু এই যুক্তি ফেলে দিতে পারছেন না। বিরাটের মা বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন। গত বছর সেপ্টেম্বরে ভর্তিও ছিলেন গুরগাঁওয়ের সিকে বিড়লা হাসপাতালে। সরোজের শরীর নাকি আবার খারাপ হয়েছে। সিরিয়াস কন্ডিশনে রয়েছেন তিনি। তাই বিরাট ছুটি নিয়ে এখন মায়ের সঙ্গেই রয়েছেন।
বিরাটের মা সরোজের দেখাশোনা করেন মেয়ে ভাবনা ও বড় ছেলে বিকাশ। গত বছর বিশ্বকাপের সময়ও নাকি খুব অসুস্থ ছিলেন তিনি। কিন্তু দেশের হয়ে তখন বিশ্বকাপ খেলতে ব্যস্ত থাকায় ছেলেকে বিরক্ত করতে চাননি। এ বার সরোজ আবার অসুস্থ হয়ে পড়ায় বিরাট আর দূরে থাকতে পারেননি। মায়ের কাছেই আছেন দিবারাত্র। ওয়ালিদ বিন আব্দুল অজ়ের খবর সত্যি ধরলে পরিস্থিতি বেশ জটিল সরোজের। তাই বিরাট মায়ের কাছেই আছেন এখন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে একটাই আশঙ্কা ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেট মহলে, বিরাট কি তৃতীয় টেস্টে খেলতে পারবেন ভারতের হয়ে? মায়ের বাড়াবাড়ি রকমের শারীরিক সমস্যার কারণে সরে দাঁড়াতেও পারেন বাকি সিরিজ থেকে। প্রথম দুটো টেস্টের দল আগেই ঘোষণা করা হয়েছে। সিরিজের বাকি তিনটে টেস্টের টিমও মঙ্গলবার ঘোষণা করে দেওয়ার কথা ছিল। তা হয়নি। বিরাটের পরিস্থিতির দিকে নজর রাখার জন্যই কি বোর্ড ধীরে চলো নীতি নিয়েছে। অনেক অঙ্ক কিন্তু ভাসছে বিরাটকে ঘিরে।