IND VS ENG : ‘দ্বিতীয় ইনিংসের চাপই তাতিয়ে দিয়েছিল’

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 17, 2021 | 9:27 AM

জসপ্রীত বুমরাহ-মহম্মদ শামিদের লড়াই যে লর্ডসের শেষদিন ভারতকে কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, ম্যাচ শেষে ক্যাপ্টেন কোহলির মন্তব্যেই স্পষ্ট।

IND VS ENG : দ্বিতীয় ইনিংসের চাপই তাতিয়ে দিয়েছিল
জয়ের সেই মুহূর্ত

Follow Us

লর্ডসঃ ইতিহাস। আরও একবার। এই নিয়ে তৃতীয়বার লর্ডসে টেস্ট জয়। নাটকীয় জয় বললেও একে কম বলা হয়। আর ঐতিহাসিক জয়ের পর অধিনায়ক বিরাট জানান, দ্বিতীয় ইনিংসে  তাঁদের চাপে পড়ে যাওয়াই তাতিয়ে দিয়েছিল গোটা দলকে। যার ফল, লর্ডসে দুরন্ত জয়।

জসপ্রীত বুমরাহ-মহম্মদ শামিদের লড়াই যে লর্ডসের শেষদিন ভারতকে কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, ম্যাচ শেষে ক্যাপ্টেন কোহলির মন্তব্যেই স্পষ্ট। ম্যাচ শেষে কোহলি বলেন, “দ্বিতীয় ইনিংসে পরপর উইকেট হারিয়ে আমরা যখন চাপে পড়ে গিয়েছিলাম, তখন শামি ও বুমরাহ যে লড়াইটা করল, এককথায় অনবদ্য।আমাদের এই বিশ্বাস ছিল, ইংল্যান্ডকে ৬০ ওভারের মধ্যে অলআউট করে দেওয়ার।আমাদের দ্বিতীয় ইনিংস চলাকালীন যে চাপ তৈরি হয়েছিল, সেটাই সাহায্য করেছে ম্যাচ জেতার জন্য। ”

কোহলির মন্তব্য থেকেই স্পষ্ট শামি-বুমরাহদের লড়াই কতটা সাহায্য করেছে লর্ডস টেস্ট জয়ের জন্য। ম্যাচ শেষে কোহলি দলকে ধন্যবাদ দেওয়ার সময় জানিয়েছেন, “আমার দল নিয়ে আমি গর্বিত।আমরা নিজেদের প্ল্য়ানের সঙ্গে চলছিলাম এই টেস্টে। প্রথম তিনদিন পিচ থেকে তেমন সাহায্য পাইনি। বিশেষ করে প্রথম দিন।” বিরাট যখন লর্ডস টেস্ট নিয়ে উচ্ছ্বসিত, ঠিক তখনই বিসিসিআইয়ের ট্যুইট, লর্ডস হয়ে গিয়েছে, এবার লিডস।

Next Article