Harbhajan Singh: ‘ওখানে তো প্রতিদিনই…’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় বার্তা হরভজন সিংয়ের

Jul 26, 2024 | 6:19 PM

Champions Trophy 2025: কয়েক দিন আগে তিনি পাকিস্তানের এক লাইভ টেলিভিশন শো-তে দেশের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটাররা যেহেতু পাকিস্তানে নিরাপদ নন, তাই সেখানে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া উচিত নয়।

Harbhajan Singh: ওখানে তো প্রতিদিনই..., চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় বার্তা হরভজন সিংয়ের
Image Credit source: IANS

Follow Us

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) প্রসঙ্গ উঠলেই হরভজন সিং যেন তেলেবেগুনে জ্বলে উঠছেন। কয়েক দিন আগে তিনি পাকিস্তানের এক লাইভ টেলিভিশন শো-তে জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটাররা যেহেতু সে দেশে নিরাপদ নন, তাই সেখানে খেলতে যাওয়া উচিত নয়। বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিনি খুশি। এ বার IANS-কে এক সাক্ষাৎকারে আবারও নিজের বক্তব্য পরিষ্কার জানালেন ভারতীয় প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)

ভাজ্জি মনে করেন, পাকিস্তানের মতো দেশে ভারতীয় ক্রিকেটারদের খেলতে যাওয়ার বিরাট ঝুঁকি রয়েছে। সে দেশের অবস্থার কথাও তিনি উল্লেখ করেন। IANS-কে এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, ‘ভারতীয় টিম কেন পাকিস্তানে যাবে? কেউ আমাকে উত্তর দিন, ভারত কেন পাকিস্তানে খেলতে যাবে? ওখানে তো নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। পাকিস্তানে প্রায় প্রতি দিনই কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। তাই আমার মনে হয় ভারতীয় টিমের সেখানে যাওয়াটা সুরক্ষিত হবে না।’

ভারতীয় ক্রিকেট বোর্ড কয়েকদিন আগে আইসিসিকে জানিয়েছে, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না। প্রয়োজনে বিসিসিআই আইসিসিকে হাইব্রিড মডেল চালু করার প্রস্তাবও দেন। হরভজন বোর্ডের সেই সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন। ভাজ্জির কথা, ‘বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তা একেবারে সঠিক। ক্রিকেটারদের নিরাপত্তার উপরে আর কিছু নেই। আমি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন করছি।’

Next Article