Cricket Retro Story: ঘুমপাড়ানি ক্রিকেটে প্রতিপক্ষ ক্লান্ত! ব্র্যাডম্যানের রেকর্ড পেরনো হয়নি নিম্বালকরের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 18, 2023 | 10:00 AM

Greatest Moments on This Day: ভারত-পাকিস্তান টেস্টের তৃতীয় দিন। মাঠে তেমন দর্শক নেই। টেস্ট ক্রিকেট দেখতে কেই বা মাঠ ভরাবেন! অপরাজিত ০ রানে দিনের খেলা শুরু করেন এমএল জয়সীমা। প্রথম সেশনে মাত্র ৫ রান করেছিলেন। সারা দিনে করেছিলেন মাত্র ৫৪ রান। শেষ অবধি ইনিংসে ব্যাট করেছিলেন ৫০৫ মিনিট! হতাশার বিষয় ৯৯ স্কোরে রান আউট হয়ে ফেরেন। সেঞ্চুরি পূরণের জন্য সিঙ্গল নিতে গিয়ে রান আউট। তবে ৫০৫ মিনিটের ব্যাটিং!

Cricket Retro Story: ঘুমপাড়ানি ক্রিকেটে প্রতিপক্ষ ক্লান্ত! ব্র্যাডম্যানের রেকর্ড পেরনো হয়নি নিম্বালকরের
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

প্রথম শ্রেনির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক স্কোর কার? আগে সার্বিক রেকর্ড বলা যাক। প্রথম শ্রেনির ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক স্কোরের রেকর্ড ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার। ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে ডারহামের বিরুদ্ধে অপরাজিত ৫০১ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪৫২ করেছিলেন। তিন নম্বর জায়গাটা কিন্তু এক ভারতীয় ক্রিকেটারের থাকতে পারত। আজকের দিনেই হতে পারত সেই রেকর্ড। ক্রিকেটে ইতিহাসে আজকের বিশেষ কিছু ঘটনা রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

১৯২৭- ব্রায়ান লারার আগেও দু-বার চারশো রান করেছিলেন এক ক্রিকেটার। সেটা কি জানেন? ১৯২২ সালে প্রথম শ্রেনির ক্রিকেটে চারশো পেরিয়েছিলেন বিল পন্সফোর্ড। ৪২৯ রান করেছিলেন তিনি। দু-বার চারশোর রেকর্ড! নিজের রেকর্ডই ভেঙেছিলেন পন্সফোর্ড। সেটা অবশ্য প্রথম চারশোর ৫ বছর পর। ১৯২৭ সালে আজকের দিনেই ভিক্টোরিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ৪৩৭ করেছিলেন বিল পন্সফোর্ড।

১৯৪৮- ঘুমপাড়ানি ক্রিকেট। এতক্ষণ ধরে ফিল্ডিং। যে কারণে প্রতিপক্ষ আর খেলতেই চাইল না। নয়তো প্রথম শ্রেনির ক্রিকেটে ইনিংসে সর্বাধিক রানের রেকর্ডে ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে যেতে পারতেন বিবি নিম্বালকর। ১৯৪৮ সালে পুনেতে মহারাষ্ট্র বনাম কাঠিয়াওয়ারের ম্যাচ চলছিল। শেষ দিন ৪৪৩ রানে ক্রিজে নিম্বালকর। ব্র্যাডম্যানের রেকর্ড ছাপিয়ে যেতে আর ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু চা বিরতির পর প্রতিপক্ষ আর খেলতে না চাওয়ায় ম্যাচ সেখানেই শেষ হয়। ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙা হয়নি ভারতীয় ব্যাটারের। ভারতীয়দের মধ্যে নিম্বালকরের ৪৪৩ রানই সর্বাধিক।

১৯৬০- কানপুরে ভারত-পাকিস্তান টেস্টের তৃতীয় দিন। মাঠে তেমন দর্শক নেই। টেস্ট ক্রিকেট দেখতে কেই বা মাঠ ভরাবেন! অপরাজিত ০ রানে দিনের খেলা শুরু করেন এমএল জয়সীমা। প্রথম সেশনে মাত্র ৫ রান করেছিলেন। সারা দিনে করেছিলেন মাত্র ৫৪ রান। শেষ অবধি ইনিংসে ব্যাট করেছিলেন ৫০৫ মিনিট! হতাশার বিষয় ৯৯ স্কোরে রান আউট হয়ে ফেরেন। সেঞ্চুরি পূরণের জন্য সিঙ্গল নিতে গিয়ে রান আউট। তবে ৫০৫ মিনিটের ব্যাটিং!

Next Article