AUS vs WI: হিরো শেমারের শিকার ৭, গাব্বায় অজিদের দম্ভ চূর্ণ করল ক্যারিবিয়ানরা

Jan 28, 2024 | 2:58 PM

Shamar Joseph: কোর্টনি ওয়ালশের নেতৃত্বে শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সালটা ১৯৯৭। তারপর কেটে গিয়েছে ২৭টা বছর। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি ক্যারিবিয়ানরা। এ বার সেটাই করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ। তিরে এসে তরী ডুবল অস্ট্রেলিয়ার। আর ইতিহাসের পাতায় নাম লেখালেন ডেবিউ টেস্ট সিরিজ খেলতে নামা শেমার জোসেফ।

AUS vs WI: হিরো শেমারের শিকার ৭, গাব্বায় অজিদের দম্ভ চূর্ণ করল ক্যারিবিয়ানরা
হিরো শেমারের শিকার ৭, গাব্বায় অজিদের দম্ভ চূর্ণ করল ক্যারিবিয়ানরা
Image Credit source: X

Follow Us

কলকাতা: চোখের পলক ফেলা যাবে না… বার বার মাথায় উঠছে গ্যালারিতে থাকা দর্শকদের হাত… এমন রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল গাব্বায়। কোর্টনি ওয়ালশের নেতৃত্বে শেষ বার অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সালটা ১৯৯৭। তারপর কেটে গিয়েছে ২৭টা বছর। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি ক্যারিবিয়ানরা। এ বার সেটাই করে দেখাল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। তিরে এসে তরী ডুবল অস্ট্রেলিয়ার। আর ইতিহাসের পাতায় নাম লেখালেন ডেবিউ টেস্ট সিরিজ খেলতে নামা শেমার জোসেফ (Shamar Joseph)। আঙুলে চোট নিয়ে খেলে শেমার জোসেফের শিকার ৭। অজিদের শেষ উইকেটটিও তুলে নেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৮ রানের ব্যবধানে জিতেছে ক্যারিবিয়ানরা।

ক্রিকেট বিশ্বে শেমার জোসেফ নামটা নিয়ে আগামীতেও চর্চা চলবে। ২৪ বছর বয়সী এই ক্যারিবিয়ান ক্রিকেটারের টেস্ট ডেবিউ হয়েছে অ্যাডিলেডে। অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। আর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে নিলেন এক ইনিংসে ৭ উইকেট। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট ঝুলিতে ভরেছেন শেমার জোসেফ। ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস চলাকালীন অজি তারকা মিচেল স্টার্কের ভয়ঙ্কর ইনসুইং ইয়র্কার যখন শেমার জোসেফের পায়ে এসে লাগল, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। অজি শিবির তাতে যেন কিছুটা স্বস্তি পেয়েছিল। কারণ, চোটের কারণে তিনি যদি বল না করেন দ্বিতীয় ইনিংসে তা হলে লাভবান হবেন কামিন্সরা। তরুণ শেমারের রক্ত যে টগবগ করে ফুটছে তার প্রমাণ দিলেন তিনি। চোট নিয়ে টানা ১১.৫ ওভার বল করে গেলেন। একের পর এক উইকেটও তুলে নিলেন শেমার। ৬৮ রানের বিনিময়ে শেমার নিলেন ৭টি উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

জশ হ্যাজলউডের উইকেটটি তুলে নিতেই ছুটে গিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করা শুরু করে দিলেন শেমার জোসেফ। পেছনে ছুটছেন সতীর্থরা। অজিদের দ্বিতীয় টেস্টে হারিয়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন ক্যারিবিয়ানরা। এই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল। আর হবে নাই বা কেন! দিন রাতের টেস্টে ঘরের মাঠে টানা ১১টি ম্যাচ খেলে জিতেছিলেন কামিন্সরা। সেই রেকর্ড ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা তোলে ৩১১ রান। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। লিড না নিয়েও অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই তিনি ইনিংস ডিক্লেয়ার করায় ক্রিকেট মহলে উঠছে প্রশ্ন। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে অজিদের তুলতে হত ২১৬ রান। শেষ অবধি ৯১ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। কিন্তু দলকে জেতাতে পারেননি। শেমার জোসেফ এবং আলজারি জোসেফরা দলকে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিন পর টেস্ট ম্যাচে বহুকাঙ্খিত জয়ের স্বাদ দেন।