MS Dhoni: ধোনি একজনই… ধ্রুবকে পরবর্তী MSD বলে পাল্টি খেলেন গাভাসকর!

Mar 04, 2024 | 12:02 AM

Dhruv Jurel: রাঁচি টেস্টে ধ্রুব জুরেলকে দেখে ধারাভাষ্য দেওয়ার সময় সানি বলেছিলেন, 'বিষয়টা হয়তো খুব তাড়াতাড়ি বলছি, তাও বলব আর এক জন এমএসডি তৈরি হচ্ছে। ধ্রুব কিন্তু ধোনির মতো স্ট্রিট স্মার্ট ক্রিকেটার।' গাভাসকরের এই বক্তব্য অনেকেই ভালো ভাবে নেননি। ধ্রুব জুরেলের বাবাও বলেছিলেন, ধোনির সঙ্গে যেন তাঁর ছেলের তুলনা না করা হয়।

MS Dhoni: ধোনি একজনই... ধ্রুবকে পরবর্তী MSD বলে পাল্টি খেলেন গাভাসকর!
MS Dhoni: ধোনি একজনই... ধ্রুবকে পরবর্তী MSD বলে পাল্টি খেলেন গাভাসকর!

Follow Us

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) একজনই। তাঁর মতো আর কেউ হতে পারবেন না। বক্তা ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রাঁচি টেস্টে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) দেখে ধারাভাষ্য দেওয়ার সময় সানি বলেছিলেন, ‘বিষয়টা হয়তো খুব তাড়াতাড়ি বলছি, তাও বলব আর এক জন এমএসডি তৈরি হচ্ছে। ধ্রুব কিন্তু ধোনির মতো স্ট্রিট স্মার্ট ক্রিকেটার।’ গাভাসকরের এই বক্তব্য অনেকেই ভালো ভাবে নেননি। ধ্রুব জুরেলের বাবাও বলেছিলেন, ধোনির সঙ্গে যেন তাঁর ছেলের তুলনা না করা হয়। পরবর্তীতে ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘জুরেলের প্রতিভা অবশ্যই রয়েছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনির ১৫-২০ বছর লেগেছিল মহেন্দ্র সিং ধোনি হতে। ফলে জুরেল আগে ততদিন খেলুক। তারপর দেখা যাবে।’ এ বার নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিলেন গাভাসকর।

এক ক্রীড়া ওয়েবসাইটকে সম্প্রতি গাভাসকর বলেছেন, ‘কেউ মহেন্দ্র সিং ধোনি হতে পারবে না। মহেন্দ্র সিং ধোনি একজনই। কিন্তু ধোনি যেমন খেলেছে, তার কিছু শতাংশও যদি জুরেল করে দেখাতে পারে, তা হলে সেটাই ভারতীয় ক্রিকেটের পক্ষে অনেক লাভজনক হবে।’ রাঁচি টেস্টের পর ধোনির সঙ্গে ধ্রুবর খেলার কথা উল্লেখ করার জন্য তরুণ উইকেট কিপার ব্যাটার তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। ধ্রুবর আদর্শ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তিনি অতীতেও সে কথা জানিয়েছিলেন।

গাভাসকরের মতো কিংবদন্তি অবশ্য ধ্রুব জুরলেকে শুধু টেস্ট ক্রিকেটে আবদ্ধ দেখতে চান না। তাঁর মতে, আইপিএলে ধ্রুব ভালো খেললে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডেও সুযোগ পেতে পারেন। অবশ্য পুরোটাই নির্ভর করছে ধ্রুবর পারফরম্যান্সের উপর। গাভাসকরের কথায়, ‘ধ্রুব যদি সুযোগ পায় তা হলে ফিনিশার হিসেবে ৫ বা ৬ নম্বরে ব্যাটিং করতে পারে জুরেল। আমরা সকলেই দেখেছি কী ভাবে ওই জায়গায় নেমে শেষ ৪-৫ ওভারে দলকে ম্যাচ জেতাত ধোনি। আমার মনে হয় ধ্রুবর কাছ থেকেও একই প্রত্যাশা থাকবে।’

রাজকোট টেস্টে ডেবিউ হয়েছিল ধ্রুব জুরেলের। এরপর রাঁচি টেস্টেও খেলেছিলেন। ক্রিকেট মহলের মতে, ধরমশালাতেও উইকেটের পিছনে দেখা যাবে ধ্রুবকে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে ২৩ বছরের ধ্রুবকে। উল্লেখ্য, আইপিএলে ধ্রুব জুরেল খেলেন রাজস্থান রয়্যালস শিবিরে। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সঞ্জু স্যামসনের টিমে খেলতে দেখা যাবে ধ্রুব জুরেলকে।

 

Next Article