Ishant Sharma : ক্রিকেট কেরিয়ারের এখানেই ইতি? ভারত-ওয়েস্ট ইন্ডিজ অন্য ভূমিকায় ইশান্ত!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 09, 2023 | 7:25 PM

West indies vs India : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ডমিনিকা টেস্টে কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করছেন ইশান্ত শর্মা।

Ishant Sharma : ক্রিকেট কেরিয়ারের এখানেই ইতি? ভারত-ওয়েস্ট ইন্ডিজ অন্য ভূমিকায় ইশান্ত!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : কেরিয়ারের সেরা সময়গুলিকে অনেকটা পিছনে ফেলে এসেছেন। দীর্ঘদিন জাতীয় দলে জায়গা পান না। নতুন নতুন প্রতিভাদের ভিড়ে সেই সম্ভাবনাও শূন্যে এসে পৌঁছেছে। আনুষ্ঠানিকভাবে এখনও অবসর নেননি দিল্লির পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma)। তবে জাতীয় দলে প্রবেশের পথও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তাই সামনের দিকে তাকানো ছাড়া উপায় নেই। ক্রিকেটাররা সাধারণত অবসরের পর কোচিং বা ধারাভাষ্যের দিকে ঝোঁকেন। বর্তমানে অনেকেই নিজের ইউটিউব চ্যানেল চালান। জাতীয় দলে দীর্ঘদিন ধরে ব্রাত্য ইশান্ত শর্মা ঝুঁকলেন ধারাভাষ্যের দিকে। বেশ কয়েকবছর ধরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে দীনেশ কার্তিককে। তিনিও আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেননি। ইশান্তও সে পথেই এগোচ্ছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। বর্তমানে তিনি শুধুমাত্র টেস্ট ফরম্যাটে এসে টিকেছেন। টেস্টেও অনেকদিন হল সুযোগ পান না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি ইশান্তের। যদিও সিরিজে থাকছেন তিনি। তবে অন্য ভূমিকায়। সত্যিটা মেনে নিয়ে ময়দানে ঘাম ঝরানোর থেকে ঠান্ডা ঘরে বসে মাইক হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির পেসার। ১২ জুলাই থেকে ডমিনিকায় শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ইশান্তকে।

আগামী ২ সেপ্টেম্বর ৩৫ বছরের হয়ে যাবেন ইশান্ত। শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই খেলেন। ২০১৩ সালে শেষ টি-২০ ম্যাচ। সেটিও ক্যাঙ্গারুদের বিরুদ্ধে। এগুলোই বলে দেয়, নির্বাচকদের ভাবনায় কোনওভাবেই নেই তিনি। প্রাক্তন ক্রিকেটারদের ধারাভাষ্য দেওয়া নতুন ব্যাপার নয়। তবে অবসর নেওয়ার আগেই মাইক হাতে বসে পড়ার সিদ্ধান্তে প্রশ্ন উঠতেই পারে।

Next Article