Babar Azam: ট্রাফিক আইন ভেঙে জরিমানা বাবর আজমের, কত গ্যাঁটের কড়ি খসল?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 26, 2023 | 6:38 PM

Cricket World Cup: আগামিকাল ভারতে আসছেন বাবর আজমরা। দীর্ঘদিন ধরে ভারতে আসার ভিসা পাচ্ছিল না পাক শিবির। অবশ্য আইসিসির কাছে অভিযোগ জানানোর পর পাকিস্তানের ভিসা জট কেটে গিয়েছে। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে বাবরের পাকিস্তান (Pakistan) বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে।

Babar Azam: ট্রাফিক আইন ভেঙে জরিমানা বাবর আজমের, কত গ্যাঁটের কড়ি খসল?
Babar Azam: ট্রাফিক আইন ভেঙে জরিমানা বাবর আজমের, কত গ্যাঁটের কড়ি খসল?
Image Credit source: Twitter

Follow Us

করাচি: জাতীয় দলের অধিনায়ক বলে কোনও ছাড় নেই। জরিমানা সকলের জন্য একই। সম্প্রতি জানা গিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ করে জরিমানা গুনতে হল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam)। আগামিকাল ভারতে আসছেন বাবর আজমরা। দীর্ঘদিন ধরে ভারতে আসার ভিসা পাচ্ছিল না পাক শিবির। অবশ্য আইসিসির কাছে অভিযোগ জানানোর পর পাকিস্তানের ভিসা জট কেটে গিয়েছে। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে বাবরের পাকিস্তান (Pakistan) বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। তার আগে হঠাৎ জরিমানা গুনতে হল বাবরকে। ট্রাফিক আইন ভেঙে কত গ্যাঁটের কড়ি খসল গ্রিন আর্মির নেতা বাবরের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

Geo News এর এক রিপোর্ট অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের ১৭ তারিখ লাহোরের গুলবার্গ এলাকায় এক বিলাসবহুল গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি সেই সময় ঢুকে পড়েছিলেন অন্য লেনে। যার ফলে পাকিস্তানের পাঞ্জাব মোটরওয়ে পুলিশ তাঁকে আটকায়। এরপর তাঁর সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের পাঞ্জাব মোটরওয়ে পুলিশ জানতে পারে, বাবরের সঙ্গে ছিল না ড্রাইভিং লাইসেন্স। এরপর পাকিস্তানের পাঞ্জাব মোটরওয়ে পুলিশ তাঁর জরিমানা করেছে। জানা গিয়েছে, অন্য লেনে ঢুকে যাওয়ায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার ফলে বাবর আজমের ২০০০ টাকা জরিমানা হয়েছে।

পাক নেতা বাবর আজমের জরিমানার খবর প্রকাশ হওয়ার পর তিনি চরম ট্রোল হচ্ছেন। এ বারের এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। তারপর শোনা গিয়েছিল পাক টিমের অন্দরে কোন্দল চলছে। সেই সবের মাঝেই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছিল। এ বার বাবরদের ভারতে আসার পালা। তারই মাঝে বাবরের এই ট্রাফিক আইন ভেঙে জরিমানার মুখে পড়ার খবর তাঁকে নিয়ে সমালোচনা আরও বাড়াল।

উল্লেখ্য, আগামিকাল ভারতে আসছে পাক ক্রিকেট টিম। আইসিসি ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাবর আজমের পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

Next Article