নয়াদিল্লি: আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তানের এশিয়া কাপ (Asia Cup 2023) যাত্রার শুরুটা দারুণ হয়েছে। বাবর আজমের (Babar Azam) পাকিস্তান উপমহাদেশীয় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বিরাট জয় পেয়েছে। নেপালকে ২৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে গ্রিন আর্মি। এ বার পাকিস্তানের মিশন মেন ইন ব্লুকে হারানো। ২ সেপ্টেম্বর বহু প্রতীক্ষার ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির (Virat Kohli) বিরাট প্রশংসা করেছেন বাবর। একইসঙ্গে বাবর জানিয়েছেন, বিরাটের মতো বড় ক্রিকেটারের কাছ থেকে প্রশংসিত হয়ে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে। কোহলিকে নিয়ে আর কী কী বললেন বাবর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কার পাল্লেকেলে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচের আগে গ্রিন আর্মির নেতা বাবর আজম জানিয়েছেন, তিনি বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন। যা তাঁর উন্নতিতে সাহায্য করেছে। কয়েকদিন আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, এই মুহূর্তে তিন ফর্ম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। বিরাটের এই প্রশংসার প্রেক্ষিতে এ বার বাবর নিজের অনুভূতির কথা জানিয়েছেন।
এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে বাবর আজম বলেন, ‘বিরাট কোহলির থেকে আমি অনেক কিছু শিখেছি। কোহলির মতো বড় মাপের ক্রিকেটার যখন আমাকে নিয়ে বলেছে, তা আত্মবিশ্বাস দিচ্ছে। আমার কাছে গর্বের মুহূর্ত।’ বাবর আরও বলেন, ‘২০১৯ সালে যখন বিরাট কোহলির সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই সময় ও কেরিয়ারের সেরা সময়ের মধ্য দিচ্ছে যাচ্ছিল। এখনও ও দুরন্ত ফর্মে রয়েছে। আমি ওকে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম, আমাকে বিস্তারিত বুঝিয়েছিল। আর তা থেকে আমার অনেক সুবিধেও হয়েছিল।’
Babar Azam on Virat Kohli:
“When a player like Virat praises you, it gives you confidence”.pic.twitter.com/LlhEhbnYXd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 31, 2023
এই মুহূর্তে পাকিস্তান বিশ্বের এক নম্বর ওডিআই টিম। বাবর আজম ওডিআইতে এক নম্বর ব্যাটার। মুলতানে তিনি নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ১৩১ বলে ১৫১ রান করেছেন। পাকিস্তান ওই ম্যাচ জিতেছেও। এ বার দেখার ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাট জ্বলে ওঠে কিনা। এবং পাকিস্তান টিম ইন্ডিয়াকে হারাতে পারে কিনা।