কলকাতা : ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) ম্যাচগুলির জন্য ভারতের মোট ১০টি শহর বেছে নিয়েছে আইসিসি (ICC)। এছাড়া গুয়াহাটি ও তিরুবনন্তপুরম স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচের জন্য। এই ১০টি ভেনুর মধ্যে পাকিস্তান ক্রিকেট টিম খেলবে পাঁচটিতে। লিগ পর্বে বাবর আজমদের ম্যাচগুলি রয়েছে কলকাতা, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দারাদে। এই পাঁচটি ভেনুর নিরাপত্তা খতিয়ে দেখতে সিকিউরিটি টিম পাঠাচ্ছে পাকিস্তান। পাক বোর্ডের (PCB) সবচেয়ে বড় চিন্তা আমেদাবাদকে নিয়ে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিরাপত্তার কারণ দেখিয়ে খেলতে রাজি ছিল না পিসিবি। যদিও পাক বোর্ডের অনুরোধ মেনে অন্য কোনও ভেনুতে ভারত-পাক ম্যাচের ব্যবস্থা করেনি আইসিসি। তাই সিকিউরিটি টিম পাঠিয়ে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে চাইছে পাকিস্তান। নিরাপত্তায় ফাঁক রয়েছে মনে হলে পাক সরকার আমেদাবাদে ম্যাচ খেলার অনুমতি নাও দিতে পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত ২৭ জুন ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশের পরও পিসিবি জানায়, ভারতের মাটিতে তাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়। কারণ পাক সরকারের এখনও অনুমতি মেলেনি। বিশ্বকাপ ভেনুগুলির নিরাপত্তা খতিয়ে দেখে তারপরই পাক সরকারের অনুমতি মিলবে। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র বলেছেন, “ভারত সফরে যেতে হলে পাকিস্তান সরকারের অনুমতির প্রয়োজন। একইসঙ্গে ভেনুগুলিতে খেলার জন্যও অনুমতি লাগবে।” বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে কিছু দল নিয়মিতভাবে এই ধরনের নিরাপত্তার মূল্যায়ন করে থাকে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপেও সিকিউরিটি টিম পাঠিয়েছিল পাকিস্তান। সেই টিমের রিপোর্টের পরই ভারত-পাকিস্তান ম্যাচ ধরমশালা থেকে সরিয়ে কলকাতায় আনা হয়েছিল।
পাকিস্তানের সিকিউরিটি টিমের রিপোর্টের উপর আমেদাবাদে ভারত-পাক ম্যাচ-সহ পাকিস্তানের বাকি ম্যাচগুলির ভবিষ্যৎ নির্ধারণ হবে। নিরাপত্তায় ফাঁক আছে মনে হলে আমেদাবাদে ম্যাচ খেলতে রাজি হবে না পাকিস্তান। রিপোর্টে যদি নিরাপত্তায় গলদের উল্লেখ থাকে সেক্ষেত্রে আইসিসির কাছে ম্যাচ সরানো ছাড়া আর উপায় থাকবে না । একমাত্র নিরাপত্তার কারণ থাকলে আইসিসি ভেনু পরিবর্তন করতে পারে।