কলকাতা : একে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ, তার উপর মঞ্চটি ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023)। সেটিও আবার ভারতের মাটিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের সামনে। অনেক সাহসী মানুষেরও বুক কাঁপতে বাধ্য। কীভাবে চাপ সামলাবে পাকিস্তান ক্রিকেট টিম? বেজায় চিন্তায় পাক ক্রিকেট বোর্ড। ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপ নিয়ে বেশ চিন্তিত পিসিবি। বাবর আজম, শাহিন আফ্রিদিদের চাপ কমাতে দলের সঙ্গে মনোবিদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন পিসিবি (PCB) চেয়ারম্যান জাকা আশরাফ। বিষয়টি এখনও ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে। ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবি। বাবর বর্তমানে লঙ্কা প্রিমিয়র লিগে কলম্বো স্ট্রাইকারের হয়ে খেলছেন। পিসিবির এক কর্তা বলেছেন, “জাকা আশরাফ মনে করছেন যে ক্রিকেটারদের সঙ্গে একজন মনোবিদ থাকা অত্যন্ত প্রয়োজন। ভারত সফরে ঘরে বাইরের চাপ কমাতে সাহায্য করবেন মনোবিদ।” বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০১৬ সালের পর বিশ্বকাপের জন্য ভারত সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান টিমের মনোবিদের দ্বারস্থ হওয়া এই প্রথম নয়। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতে আসার আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে মনোবিদের সেশনের আয়োজন করা হয়েছিল। এছাড়া ২০১২-১৩ সালে পাকিস্তানের ভারত সফরে এসেছিলেন বিখ্যাত মনোবিদ মকবুল বাবরি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে বাবর আজমরা হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই এবং আমেদাবাদে খেলবে। আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই পাহাড় প্রমাণ চাপ। পিসিবি সভাপতি জাকা আশরাফের ধারণা, মিডিয়া এবং সাধারণ সমর্থকরা পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের চাপ বাড়িয়ে দিতে পারে।
ক্যাপ্টেন বাবর আজমের সম্মতি পেলেই তবেই এগোবে পিসিবি। বাবর বর্তমানে শ্রীলঙ্কা প্রিমিয়র লিগে খেলছেন। ফাইনাল-সহ ২০২৩ এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলেছে। তাই বেছে বেছে লঙ্কা প্রিমিয়র লিগকে বেছে নিয়েছেন পাক ক্যাপ্টেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি দ্য হান্ড্রেড এবং মহম্মদ রিজওয়ান খেলছেন গ্লোবাল টি ২০ লিগ কানাডায়।