Pakistan Cricket: ‘বিদেশি তো দূর, স্থানীয় কোচরাও পিসিবিতে কাজ করবে না’, বলছেন প্রাক্তন পাক তারকা

Feb 03, 2024 | 5:35 PM

এ বার নিজের দেশের বোর্ডের অবস্থা নিয়ে মতামত জানিয়েছেন সে দেশের এক প্রাক্তন ক্রিকেটার। পাশাপাশি পিসিবির কোথায় গলদ তা ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন। গত বছরের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর দলের খোলনলচে বদলে দেওয়ার পথে হেঁটেছিল বাবর আজমের দেশের বোর্ড। কিন্তু ভালোর জায়গায় সব যেন ঘেঁটে ঘ হয়েছে পাক ক্রিকেটে।

Pakistan Cricket: বিদেশি তো দূর, স্থানীয় কোচরাও পিসিবিতে কাজ করবে না, বলছেন প্রাক্তন পাক তারকা
'বিদেশি তো দূর, স্থানীয় কোচরাও পিসিবিতে কাজ করবে না', বলছেন প্রাক্তন পাক তারকা
Image Credit source: X

Follow Us

কলকাতা: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) যে ডামাডোল চলছে, তা আর ধামাচাপা দেওয়ার কোনও জায়গাই নেই। ক্রিকেট মহলের দাবি পাকিস্তান ক্রিকেট এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। সে দেশের প্রাক্তন ক্রিকেটার মিসবা উল হকও (Misbah ul Haq) পাক ক্রিকেট বোর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। প্রথম তিনি ছিলেন পাকিস্তানের ক্রিকেটার, তারপর হেড কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন মিসবা। এ বার নিজের দেশের বোর্ডের (PCB) অবস্থা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। পাশাপাশি পিসিবির কোথায় গলদ তা ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন। গত বছরের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর দলের খোলনলচে বদলে দেওয়ার পথে হেঁটেছিল বাবর আজমের দেশের বোর্ড। কিন্তু ভালোর জায়গায় সব যেন ঘেঁটে ঘ হয়েছে পাক ক্রিকেটে।

সুদূরপ্রসারী ভাবনার জায়গায় পাক ক্রিকেট বোর্ড সব রকমের অনিশ্চতা নিয়ে এগিয়ে চলেছে। প্রাক্তন পাক তারকা ক্রিকেটার মিসবা উল হক বোর্ডের ম্যানেজমেন্টে এমন ঘনঘন পরিবর্তন ভালো চোখে দেখছেন না। তাঁর মতে দলের যা পরিস্থিতি তাতে, দেশের প্লেয়াররা নিজেদের সুরক্ষিত মনে করতে পারছেন না। করাচিতে মিসবা বলেন, ‘যদি বোর্ডের নীতি দেখা হয়, বিদেশি কোচদের কথাই বাদ দিলাম, আমার মনে হয় না আমাদের স্থানীয় কোচরাও পিসিবির সঙ্গে কাজ করতে চায়।’

মিসবার মতে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, ক্রিকেটারদের তৈরি করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এলোমেলোভাবে একটা ক্রিকেট বোর্ড চলতে পারে না। বাবর-রিজওয়ানদের নিরাপত্তার কথাও তুলেছেন মিসবা। তাঁর কথায়, ‘আমি মনে করি সঠিক পন্থা অবলম্বন না করলে একটা ভালো দল বা ভালো মানের প্লেয়ার তুলে ধরা যায় না। আমাদের অন্যান্য সফল দেশগুলোর ব্যবস্থা দেখা দরকার। দেশের ক্রিকেট বোর্ডে কী ঘটছে, ক্রিকেটারদের সেই সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে প্লেয়াররা কী ভাবে নিরাপদ বোধ করবে? জাতীয় দলে নিজেদের কী ভাবে প্রতিষ্ঠিত করবে?’

Next Article