Team India: এজবাস্টনে হারের জের, কোহলিদের টপকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 05, 2022 | 8:59 PM

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় হেরফের। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে পয়েন্ট তালিকায় অবনতি হল ভারতের। সবচেয়ে বড় কথা, এইমুহূর্তে পয়েন্টের হিসেবে ভারতকে টপকে গিয়েছে পাকিস্তান

Team India: এজবাস্টনে হারের জের, কোহলিদের টপকে গেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান!
পয়েন্ট তালিকায় বড় 'ক্ষতি' ভারতীয় দলের
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: স্টোকস বাহিনীর বিরুদ্ধে এজবাস্টন টেস্টে হারের জের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC Test Championship) পয়েন্ট তালিকায় বড় ক্ষতি ভারতের। বুধবার ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরার নেতৃত্বে এজবাস্টন টেস্ট ৭ উইকেটে হেরেছে ভারত। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪১৬ রান তোলার পর ইংল্যান্ডকে ২৮৪ রানে আটকে দিয়েছিল টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বমানের বোলিং ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে বিরাটরা গুটিয়ে যায় ২৪৫ রানে। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্য। জো রুট, জনি বেয়ারস্টোর শতরানের দৌলতে রেকর্ড রান তাড়া করে পঞ্চম টেস্ট জিতেছে বেন স্টোকসের দল। হারের দুঃখ তো রয়েছেই। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো স্লো ওভার রেটের কারণে ভারতের পয়েন্ট কাটা গিয়েছে। যে কারণে রোহিত শর্মার দল পয়েন্ট তালিকার তৃতীয় স্থান থেকে নেমে গিয়েছে চতুর্থ স্থানে ।

এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমের সামান্য অদল বদল করেছে আইসিসি। ম্যাচ জিতলে দেওয়া হবে ১২ পয়েন্ট। টাই হলে ৬, ড্র হলে ৪। পার্সেন্টেজের হিসেবে পয়েন্ট ধরলে জেতার জন্য ১০০, টাই হলে ৫০, ম্যাচ ড্র-এর ক্ষেত্রে ৩৩.৩৩ পয়েন্ট মিলবে। তালিকার কোন টিম কোন পজিশনে থাকবে তা পার্সেন্টেজ অফ পয়েন্টের হিসেবে ধরা হচ্ছে। পয়েন্ট কাটা যাওয়ায় ভারতের বর্তমানে রয়েছে ৭৫ পয়েন্টে (পয়েন্ট পার্সেন্টেজ ৫২.০৮)। সেখানে পাকিস্তানের পার্সেন্টেজ ৫২.৩৮। তবে প্রথম দুই স্থানে কোনও রকম পরিবর্তন হয়নি। পয়লা নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে বিরাজ করছে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের মাটিতে ভারত শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৭ সালে। অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। এবার তিনি কোচ। সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। এক যুগেরও বেশি সময় পর ইংল্য়ান্ডে টেস্ট সিরিজ জেতার সুযোগ ছিল। কিন্তু কোনও পরিকল্পনাই কাজে এল না। জো রুট এবং জনি বেয়ারস্টো জুটি যেন অপ্রতিরোধ্য। তাঁদের অবিচ্ছিন্ন ২৬৯ রানের দৌলতে ম্যাচ জিতে সিরিজ ড্র করল ইংল্য়ান্ড। প্রথম সেশনেই যাবতীয় রান তুলে নেয় ইংল্য়ান্ড।

Next Article