ICC ODI Ranking: ৪৮ ঘণ্টাও টিকল না পাকিস্তানের রাজত্ব! ভারতেরও পিছনে বাবরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 08, 2023 | 12:49 PM

Pakistan Cricket : রবিবার রাতে ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচ। কিউয়িদের কাছে হেরে গিয়ে পয়লা নম্বর স্থান থেকে তিনে নেমে গিয়েছে বাবর আজম অ্যান্ড কোম্পানি।

ICC ODI Ranking: ৪৮ ঘণ্টাও টিকল না পাকিস্তানের রাজত্ব! ভারতেরও পিছনে বাবরা
Image Credit source: Twitter

Follow Us

দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচ জিতে ব়্যাঙ্কিংয়ের আইসিসি (ICC) এক নম্বরে উঠেছিল পাকিস্তান। বাবরদের উত্থানে খুশির জোয়ার বয়েছিল দেশটির ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শেরিফ টুইট করে বাবরদের প্রশংসায় পঞ্চমুখ হন। শুধু এক নম্বরে ওঠাই নয়, ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) ভারতকে ছাপিয়ে গিয়েছিলেন বাবরা। কিন্তু ওডিআই ব়্যাঙ্কিংয়ে পাকিস্তানের (Pakistan Cricket) রাজত্ব টিকল না তিনদিনও। ৪৮ ঘণ্টার মধ্যে পয়লা নম্বর স্থান খুইয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, বাবররা এখন ভারতেরও (Team India) পিছনে। রবিবার রাতে ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচ। কিউয়িদের কাছে হেরে গিয়ে পয়লা নম্বর স্থান থেকে তিনে নেমে গিয়েছে বাবর আজম অ্যান্ড কোম্পানি। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত ২১ বছরের মধ্যে আর কোনও টিম এত কম সময়ের ক্রমতালিকার শীর্ষস্থান থেকে সরে যায়নি। এতদিন রেকর্ড ছিল ইংল্যান্ডের কাছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ব চ্যাম্পিয়নরা ৪৮ ঘণ্টা পর শীর্ষস্থান খুইয়েছিল ভারতের কাছে। পাকিস্তানের রাজত্ব শেষ হল তারও কম সময়ে। বাবরদের পিছনে ফেলে পয়লা নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১১৩ রেটিং পয়েন্ট অস্ট্রেলিয়ার। দ্বিতীয় স্থানে থাকা ভারতেরও রেটিং পয়েন্ট ১১৩। পাকিস্তান নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তাদের রেটিং পয়েন্ট ১১২। প্রথম পাঁচের মধ্যে বাকি দুটি দল হল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান ছিল। ম্যাচ অনুপাতে পয়েন্ট বেশি থাকায় সামান্য ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। জায়গা ধরে রাখতে হলে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল বাবরদের। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটি ৪৭ রানে হেরে গিয়েছেন বাবররা। নিউজিল্যান্ডের দেওয়া ২৯৯ রান তাড়া করে নেমে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইফতিকার আহমেদের ৯৪ রানের ইনিংস সত্ত্বেও হেরে গিয়েছেন বাবররা। হারের পরই তাদের ১ রেটিং পয়েন্ট কমে যায়। হুড়হুড় করে নেমে যেতে হয়েছে তিন নম্বরে।