কলকাতা : বেশ কিছুদিন হল ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করে দিয়েছে আইসিসি (ICC)। এখনও ভারতের মাটিতে পাক টিমের বিশ্বকাপ খেলা নিশ্চিত নয়। কারণ এশিয়া কাপ নিয়ে দুই দেশের টানাপোড়েন চলেছে বহুদিন ধরে। শেষমেশ সিদ্ধান্ত হয়েছে ভারতীয় দল ওদেশে গিয়ে এশিয়া কাপ খেলবে না। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফ একটি কমিটি গঠন করেছেন। পাকিস্তানের (Pakistan Cricket) বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন এই কমিটি আগামীকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে। এই কমিটির বিশ্বকাপের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আপাতত কোনও ইঙ্গিত নেই। তবে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ক্রিকেটের এই মেগা ইভেন্টে বাবর আজমের অংশগ্রহণের সবুজ সংকেত দেওয়ার আগে এই কমিটি ভারতে এসে নিরাপত্তা খতিয়ে দেখার অনুমতি চাইতে পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩ অগস্ট ১১ সদস্যের ওই কমিটি আলোচনায় বসবে। কমিটিতে রয়েছেন ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম ঔরঙ্গজেব, আসাদ মাহমুদ, আমি উল হক, কামার জমান কাইরা এবং তারিফ ফতেমি-সহ আরও অনেকে। উল্লেখযোগ্যভাবে এই কমিটিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি। তবে যেটুকু খবর তাতে বিশ্বকাপ বয়কট করার মতো কঠোর সিদ্ধান্ত নেবে না এই কমিটি। সেক্ষেত্রে আইসিসির শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। অতীতে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি এক ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, তিনি চান না পাকিস্তান টিম ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তবে সেটা তাঁর ব্যক্তিগত মতামত।
সূত্রের খবর, সূচি প্রকাশিত হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিসিসিআইয়ের তরফে কয়েকটি ম্যাচের শিডিউলে পরিবর্তনের কথা জানানো হয়েছে। তার মধ্যে একটি ম্যাচ ভারতের বিরুদ্ধে। অসমর্থিত সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলে ১৪ অক্টোবর এগিয়ে আনা হয়েছে। ৬ অক্টোবরের নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটিরও দিন বদলাতে পারে।